পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

var भशर्षिश्च ञश्छ्ठि ना९ि । भञ्शथैिव न · S ዓው: নিয়োগের পূর্বে টাকা দিবেন কি না, কাহার হাতে দিবেন, কত দিবেন, তাহা স্থিব করিতে পারিতেছেন না । DBDBB BDBDB BBDBDL S DDDD DB JSTDBDBD DDD DDDB সহিত সাক্ষাৎ কবি৩ে গেলাম। ৩িনি তখন তাহার জোড়াসাঁকোস্থ ভবনেই আছেন। গিয়া দেখি, ভক্তিভাজন রাজনারায়ণ বসু মহাশয় বসিয়া আছেন । তিনজনে অনেক কথা আৰম্ভ হইল। মহাষি রাজনারায়ণ বাবুকে ও আমাকে বড় ভাল বাসিতেন। বাজনাবায়ণ বাবুতে ও আমাতে মিলন, মহৰ্ষির নিকট যেন মাণ কাঞ্চনেল যোগ বোধ হইল , তাহার হৃদয়দ্বার খুলিয়া প্রোমেব উৎস, আনন্দেৰ উৎস, উৎসারি ৩ হইতে লাগিল ; f৩নজানেব "অট্টহাস্ত্যে অ ৩ বড বাডী কাপিয়া যাই৩ে লাগিল । ক্রমে নিঝবেৰ সুস্নিগ্ধ বাবিব ন্যায়। মহৰ্ষির বাক্যস্রোতে হাফেজ আসিলেন ; নানক আসিলেন, ঋষিবা। আসলেন, উপনিষদ আসিলেন, আমরা সকলে সেই বসে মগ্ন হইয়া গেলাম। দেখিতেছি, মহৰ্ষির কান দুটা লাল ঠাইরা যাহতেছে , মহর্ষিব মস্তকেব। কেশ মাঝে মাঝে খাড়া হইয়া উঠিতেছে। এমন সময় কথাব একটু বিচ্ছেদ হইবামাত্র আমি জিজ্ঞাসা করিলাম, “আমাদেব অর্থসাহায্যের দাবখস্তের হলো কি ?” মহর্ষি হাসিয়া বলিলেন, “তোমাদের দরখাস্ত নথির সামিল আছে।” আমি হাসিয়া ভিজ্ঞাসা করিলাম, “বায় বাহিব হবে কবে ?” মহৰ্ষি-কিছুদিন পরে হবে। হহার পরে আবাব সদালাপের তরঙ্গ, হাসির গবরা ও ভাবোচ্ছাসের তরঙ্গ উঠিতে লাগিল। অবশেষে আমি উঠিতে চাহিলে মহর্ষি উঠিয়া আমার হাত ধরিলেন ; বলিলেন, “চল, কিছু না খেয়ে যেতে পাবে না।” এই বলিয়া আমার হাত ধরিয়া দক্ষিণের বারাণ্ডার কোণের এক ঘরে লইয়া গেলেন। গিয়া দেখি, টেবলের উপরে নানাবিধ মিষ্টান্নপূর্ণ পাত্র আমার জন্য অপেক্ষা করিতেছে। মহৰ্ষি আমাকে এক চেয়ারে বসাইয়া,