পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

因怀叫外伺乙瓦而日 সাধারণ ব্রাহ্মসমাজের নামকরণ, সংগঠন ও নিয়মাবলী প্রণয়ন । গুরুতর শ্রম। তত্ত্বকৌমুদী ও “ব্রাহ্ম পর্ব্বলিরু ও পিনিয়ন” সম্পাদন । নিয়মাবলী প্রণয়ন কার্য্যে আনন্দমোহন বসুর সাহায্য। প্রচারকপদে বৃত হওয়া । বেহারে প্রচার । কলিকাতায় ফিরিয়া সাধারণ ব্রাহ্মসমাজের মন্দিরের জন্য অর্থ সংগ্রহ ; মহৰ্ষির দান। ( ১৮৭৮, মে হইতে ডিসেম্বর ) সাধারণ ব্রাহ্মসমাজের কায্যে দেহ মন নিয়োগ --সাধারণ ব্রাহ্মসমাজের সংশ্রবে যাহা কিছু করিয়াছি তাহাই আমার জীবনের প্রধান কাজ। এখন ভাবিয়া আশ্চর্যা বোধ হইতেছে কিরূপে ঈশ্বর এই ঘূর্ণাপাকের মধ্যে আমাকে আনিয়া ফেলিলেন, তাহার বাণী আমাকে কিরািট অধিকার করিল। আমার প্রকৃতিনিহিত দুর্বলতা কতবার আমাকে তাহার প্রদর্শিত পথ হইতেও তাঁহার নির্দিষ্ট কাজ হইতে দূরে লাইতে চাহিল, কিন্তু তিনি কিছুতেই আমাকে দূরে যাইতে দিলেন না। যেন আমার চুলের টিকি ধরিয়া আমাকে বাধিয়া রাখিলেন। এরূপ মহৎ ব্রত ধারণ করিয়াও আমার সুখাসক্ত চিত্ত বহুদিন সুখের প্রলোভন অতিক্রম করিতে পারে নাই ; বারবার আত্মবিস্মৃতির ও ঈশ্বরবিস্মৃতির মধ্যে পড়িয়া সুখের পশ্চাতে ছুটয়াছে। বলিতে কি, “এই আন্তরিক সংগ্রামের জন্যই আমার দ্বারা যতটা কাজ হইতে পারিত। তাহা হইতে পারে নাই। আমি বহুবৎসর যেন দুই হাত দিয়া ঈশ্বরের সেবা করিতে পারি নাই ; এক হন্ত প্রবল প্রবৃত্তিকুলের সহিত