পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Ον শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত · [ Ad of: এমন পবিত্র নারীমূর্ত্তি অল্পই দেখিয়াছি। এরূপ সৌজন্য, এরূপ হীশীলতা, এরূপ পবিত্রতা যে নারীমূর্ত্তিতে থাকে, তাহা একবার দেখাও জীবনের একটা পরম লাভ। তৎপরে ফিরিবার সময় ক্যাথারিন বলিলেন, এই সকল শিক্ষার উপায় বিধানের আয়োজনের ফল কি হইয়াছে, চল তোমাকে এক কৃষকের ঘরে লইয়া দেখাই। এই বলিয়া এক কৃষকের ঘরে আমাকে লইয়া গেলেন । সে ব্যক্তি তখন ঘরে ছিল না। প্রবেশ করিয়া দেখি, সেট যেন একটি ল্যাবরেটরী ; এত প্রকার কল, আরক, শিশি বোতল প্রভৃতি রহিয়াছে! একপার্থে একটা প্রকাণ্ড পুস্তকের আলমারি। ক্যাথারিন বলিলেন, “মানুষটা বিজ্ঞানের পরীক্ষা লইয়া এবং উদ্ভিদবিদ্যা লইয়া পাগল।” আমি দেখিয়া বিস্মিত হইয়া গেলাম। তৎপরে আমি ষ্ট্রট ছাড়িয়া লণ্ডনে ffigwr