পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V909 শিবনাথ শাস্ত্রীব আত্মচাবিত [ ১৬শ পবিঃ স্থানে স্থানে গর্ত্ত আছে, কাদা দিয়া তাহা বুজাইয়া রাখিয়াছে। আমাদেব ভারে কাদাগুলি ঠেলিয়া শালতির মধ্যে জল উঠিতে লাগিল। তখন আমরা নামিয়া পড়িলাম ; এবং একর্তাটু জল ঠেলিয়া পদব্রজেই ষ্টীমারঘাটের অভিমুখে চলিলাম। সে এক কৌতুকেব। ব্যাপাব। গাঙ্গুলি ভারা আমার আগে আগে বিশ পচিশ হাত দূরে চলিয়াছেন। তঁাহাব উৎসাহ দেখে কে ! আমি অত চলিয়া উঠিতে পারিতেছি না, কাজেই একটু পিছাইয়া পড়িয়াছি। এইরূপে দুইজনে চলিয়াছি, হঠাৎ দ্বারি বাবু ডুবিয়া গেলেন। তখন ভারবাহক মুটের মুখে শুনিলাম, সেখানে একটা খাল ও তদুপরি এক পুল ছিল, ব্রহ্মপুত্রের জলবৃদ্ধি হইয়া খাল ভাসিয়া পুল বোধ হয় ভাঙ্গিয়া গিয়াছে। আমি ব্যস্তসমস্ত হইয়া অগ্রসর হইয়া দেখি, দ্বারি বাবু কিছু দূরে মাথা জাগাঈয়া একবার উঠিয়া আবাব “আমি গেলাম” বলিয়া ডুবিলেন। সে বার আমি নিবাশ হইলাম, ভাবিলাম খালের স্রোতে র্তাহাকে ভাসাইয়া লইয়া গেল। সৌভাগ্যক্রমে দেখি কিয়দবে তিনি আবার মাথা জাগাইয়া হাত দিয়া যেন কি একটা ধরিলেন। পরে জানিলাম, খালের পাশ্বস্থ কোনও গুলোর শাখা ধরিয়াছেন। খালের অপর পার্শ্বে কিয়দপুরে একখানা শালতি দাঁড়াইয়া ছিল, আমি তখন উচ্চস্বরে তাহাকে ডাকিতে লাগিলাম, “বাবুকে বাচা, বাবুকে বাচা, ৰকৃসিস কবািব।” আমার চেঁচাচোঁচিতে তারা শালতিখানা লইয়া দ্বারি বাবুকে গিয়া তুলিল। তঁহার সামলাইতে অনেকক্ষণ গেল। তৎপরে আমরা দুইজনে চলিতে লাগিলাম। বেলা অবসান হইয়া আসিতে লাগিল; তৃষ্ণায় দুই জনের ছাতি ফাটিয়া DDBuDLDDSBDDSDBDBDB BD BDBBB S tD DDD SS D DDSDD BBBS ভাবিতে ভাবিতে দেখিতে পাইলাম, কিয়দুরে একটা উচ্চ ভূমির উপরে একটা বাঙ্গলা ঘর দাড়াইয়া আছে। মনে ভাবিলাম, সেখানে নিশ্চয়ই মানুষ আছে, তারা জল দিতে পরিবে। উঠিয়া দেখি, সেটা গবর্ণমেন্টের