পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

it to বান্ধীন্দ্রের আত্মকাহিনী ঘুজি অন্ধি সন্ধিতে কোথায় কত বোমা পিস্তল পোতা আছে, কত প্ৰফুল্প চাকী ক্ষুদিরাম দুমপটাস বগলে সাহেব সুবোর স্বৰ্গবাসের ব্যবস্থার জন্য ঘুরিতেছে কে জানে। সব সওয়ালে আমার ঐ এক কথা, “উপেন, উল্লাস, হেমচন্দ্ৰ, বিভূতি, ইন্দু সবাইকে আন, পরামর্শ করি, তাহার পর বলিব। কিন্তু যতটুকু প্রচারের জন্য দরকার, নির্দোষকে বঁাচাইতে দরকার, নিজের নিজের কীৰ্ত্তিকলাপ দেশকে শুনাইতে দরকার তাহাই বলিব, বেশী বলিব না ।” অগত্য পরদিন সকালে উপেন ও উল্লাস আসিল, তর্কDBB BDBBD BDDBB DBDD DBDS DD BDBDBDSSDHDDBB LB মরিয়াছিই, একবার এসে শেষ প্রচার করিয়া যাই, দেশকে শুনাই যে কেমন করিয়া এ পন্থা ধরিতে হয়, এ সাধনা সাধিতে হয়, এ বৃহ গড়িতে হয়। আরো দেখাও কেমন করিয়া আপন মৃত্যু আপনি ডাকিয়া মরিতে হয়, ইংরাজের রাজদ্বারে, কারাগারে বধ্যমঞ্চে নিঃশঙ্ক নিভািক থাকিতে হয়।” এই কথায় সবাই ভিজিল, কারণ সবাই-ই সমান অগ্নিমূৰ্ত্তি, সমান বেপরোয়া, সমান পাগল। পূর্বেই বলিয়াছি এসব পরদিন সকালের ঘটনা ; সে রাত্রে রামসদয়, পূর্ণ লাহিড়ী ও রামকৃষ্ণ মঠের ভক্ত এক সি আই ডি ইন্সপেক্টর আমায় গল্পে গুজবে বহু কথাই জিজ্ঞাসা করিলেন, “সত্যই কি আমরা ভাবিয়াছিলাম। ইংরাজ রাজত্বটা বমবাজী করিয়াই দখল করিব ? আচ্ছা, তাহা না হয় নাই হইল, ভয় দেখাইয়াই রাজনীতিক সৰ্ভ আদায় করাই না হয় ইহার লক্ষ্য হইল, কিন্তু এত বুদ্ধি আমাদের দিল কে ? রুশ গভর্ণমেণ্ট কি ইহার পিছনে আছে ? দু’। দশটা রাজা গজা ? তাও নয়। আচ্ছা, গাইকোবাড় ? ইত্যাদি প্রশ্নের ঝড়ে প্ৰাণ বঁাচাইয়া আমি কোন গতিকে সে রাত্রি একটা বাজাইলাম। আমার জন্য সি আই ডি অফিসেই একজন কনষ্টেবল খিচুড়ি রাধিয়াছিল, টেবিলের উপর একটা থালায় আমায় তাহাই দিয়া গেল। সঙ্গে কি ভাজা বা তরকারী ছিল মনে নাই। কিন্তু ভোজপুরীর রাধা