পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারামুক্তি Ο δ δ জাহাজে তিন দিন তিন রাত্র কাটাইয়া চতুর্থ দিনে অতি প্ৰত্যুষে গঙ্গার মোহনা দেখা দিল, বঙ্গ-জননীর ক্ষীণ শ্যামাঞ্চল রেখাটি সেখানেও চরের উপর বিছানো । এত দিনকার শঙ্করাচাৰ্যোর মায়া-বাদের সাধক মন এইটুকু মায়ার টানে চোখে জল লইয়া সেই সুজলা শ্যামারূপ দেখিতে লাগিল। ক্ৰমে দুই কূল হরিৎ হইয়া গ্রামগুলি দু’পাশে জাগিয়া উঠিল, বেলা চারটার সময় জাহাজ আসিয়া তক্তা ঘাটে লাগিল । আমাদের ঘাটে নামিতে সন্ধ্যা উত্তীর্ণ হইল । কৰ্ণেল হ্যামিল্টন তখন আলিপুর জেলের সুপারিন্টেণ্ডেণ্ট, আমাদের পুরাতন রাবণ রাজার পুৰী আলিপুর, কালের চক্রে এমনি পরিবৰ্ত্তিত শ্ৰীসম্পন্ন রূপ লইয়াছে যে, দেখিয়াও চিনিতে পারিলাম না । আমরা মনে করিয়াছিলাম, সেদিন শনিবার রাত্র ও পরের দিন রবিবার আমাদের জেলে কাটাইতে হইবে ; সোমবারে যদি কেহ উপরওয়ালা আসিয়া আমাদের মুক্তির হুকুম দেয়, কারণ ধ্রুব বিশ্বাস ছিল, একটা না একটা সৰ্ত্ত লিখাইয়া না লইয়া গভর্ণমেণ্ট ছাড়িবে না। তখন কৰ্ণেল হ্যামিল্টন উপস্থিত ছিলেন না, জেলার বাবুরা তাহাকে টেলিফোন করিয়া আমাদের জন্য আলুর দাম ও লুচি আনিতে দিলেন। হঠাৎ সাহেব আসিয়া আমাদের ডাকিয়া পাঠাইলেন, প্ৰথম প্ৰশ্নই করিলেন, “I suppose, you would like to go home at once. I have the order of the Govt. to release you as soon as you arrive. CNN's હાનિ दांएँी {षड् (°ढ्न ऊाछे চাও বোধ হয় ? আমার কাছে গভৰ্ণমেণ্টের হুকুম আছে, তোমরা এসে পৌছবা মাত্র মুক্তি দেবার জন্যে।” আমরা অবশ্য সায় দিলাম, তখনই মোটর আসিল, সাধের লুচি ও আলুর দামের মায়া কাটাইয়া আমরা সরিয়া পড়িলাম । DD D BDBBD SS BD BBDD DBBuD DtBDSDBDBBDB DDBS ব্যারি-ভীতি জগতে কুত্ৰাপি নাই। আমরা মুক্ত। বার বৎসরের আন্দামান বাসের পর মুক্তির স্বাদ যে কি অনাস্বাদিত-পূর্ব তাহা