পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানাইয়ের কীৰ্ত্তি bro প্ৰথমটা একটা আতঙ্কের হৈ হৈ রৈ রৈ, তাহার পর খানিকটা সব চুপ! তোহার পর পাগলা ঘন্টি Alarm Bell বাজিয়া উঠিল এবং খাকীপরা বন্দুকধারী পুলিশ কাতারে কাতারে জেল ফটক দিয়া ঢুকিতে লাগিল। এই সময় পূর্বদিকের পুষ্কর্ণির পাড় হইতে একজন বুড়া কয়েদী ছুটিয়া আসিয়া চীৎকার স্বরে বলিল, “বাবুজী, গোসাই ঠাণ্ড হো গিয়া ।” প্ৰায় দশ পনের মিনিটের পর দেখা গেল সত্যেন্দ্ৰ ও কানাইলালকে ঘিরিয়া পুলিশের দল ফটকের দিতে আসিতেছে। কানাই হাসিতে হাসিতে দৃঢ় পদে চলিতেছে। তাহার পর পুলিশের দল সারি সারি অ্যাসিয়া কাতারবন্দী হইয়া আমাদের ওয়ার্ডের সম্মুখে দাড়াইল, শেষে সুপারিনঠনঠন ইমার্সন সাহেব সহ জেলার, নায়েব জেলার আসিয়া ওয়ার্ডের দ্বার খুলিয়া ফেলিলেন । এতক্ষণে আমরা কাগজপত্র ও বে-আইনী মাল মসলা যথাসাধ্য নষ্ট করিয়া ইতস্ততঃ ফেলিয়া দিয়া ভাল মানুষ সাজিয়া বসিয়া আছি । ইমাসন সাহেব আমাদিগকে বাহিরে লইয়া সারবন্দী করিয়া বসাইয়া ব্যারাক তল্লাসী করিলেন, তাহার পর একে একে আমাদের কাপড় চোপড় ঝাড়িয়া, আমাদিগকে পুনঃ ব্যারাকবন্দী করিয়া চলিয়া গেলেন। ব্যারাকে কিছুই পাওয়া গেল না । ১৫।১৬টা টাকা কাণিশের উপর তোলা ছিল, তাহা তল্লাসকারী প্রহরীই যথাশাস্ত্র নীরবে ট্যাকস্থা করিল। DBBB DBBBD BDDD SDDD DBDBD EBB S BLBDDD D কানাই হাসপাতালে কায়েম হওয়া অবধি নরেনকে বার বার বলিয়া পাঠাইতেছিল যে, তাহারাও রাজার সাক্ষী সাজিতে রাজী আছে । নরেন যদি আসিয়া তাহাদের সহিত পরামর্শ করিয়া সাক্ষ্য দেয়, তাহা হইলে তিনজনেই এক-বাক্যে একই প্ৰমাণ দিতে পারে। রাজার সাক্ষী হইলেই হয় না, অন্য কাহারও কথায় তাহার বক্তব্যের যাথার্থ্য প্ৰমাণ (coroboration) হওয়া চাই । নরেন বিলক্ষণ জানিত তাহার একার কথায় জোর বাধিতেছে না, এই corroborative evidencesএর অভাবে। তাই দু’চার দিন ডাক শুনিয়া শুনিয়া লোভ সামলাইতে