পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR বারীন্দ্রের আত্মকাহিনী । বলিয়া বুঝাইবার নয়। আমরা দাশ মহাশয়কে বাড়িতে না পাইয়া, সাতকড়িপতি বাবুর বাড়ী আশ্ৰয় লইলাম। উপেন সেই রাত্রেই বাড়ী গেল, হেমন্দ পরদিন মেদিনীপুর যাত্ৰা করিল। আমি রহিলাম কলিকাতায় । তাহার পর নারায়ণের ভার গ্ৰহণ, বিজলীর প্রতিষ্ঠা, আৰ্য্য পাবলিশিং হাউসের গঠন ও আমার নব-সাধনার তীর্থ পণ্ডিচারী যাত্ৰা । এ সব কাহিনী এখানে বলিবার নয়, শুধু এই নব-সাধনার মূল কথা কি, তাহ বলিয়াই এই আত্মকাহিনী শেষ করিব।