পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“Nlle Rsisterest casts cigfarieties এতদিন আমরা জেলে আটক থাকিলেও বন্ধনদশার দুঃখের সিকি ভাগও ভোগ করি নাই। নরেন মরিল, আর আমাদেরও দুঃখের DD DDBB BDBD SS SBBDB DDBD BBDD DBDD DBuB সাক্ষীকে কীচক বধ করা ভারতে একটা অভাবনীয় ব্যাপার। এ ঘটনায় বাঙলার ও তথা ভারতের সরকারী মসনদ টিলিয়া উঠিল ; সুপারিনঠনঠন, ডাক্তার, জেলার সকলেরই চাকরী লইয়া টানাটানি পড়িয়া গেল। আমাদের সুখে রাখা এবং অষ্টবন্ধনের মাঝেও পাথর চাপা দিয়া রাখার ব্যবস্থা না করার দরুণ, জেলের কৰ্ত্তাদের জবাবদিহির কড়া হুকুম আসিল। সঙ্গে সঙ্গে আসিল কালা পল্টন, গোরা পল্টন, গোরা জেলার, দো-আসল ওয়ার্ডার আর পাচিল ঘেরা ক্ষুদে ক্ষুদে খোয়াড়ের ব্যবস্থা । নরেন মরিবার বোধ হয় দিন পাচ ছয় পরে, হঠাৎ একদিন সকাল বেলা-বাঘে ছাগল লওয়ার মত, এক একটি করিয়া ধরিয়া ধরিয়া জেলা কর্তৃপক্ষ পুনশ্চ আমাদের চোয়াল্লিশ ডিগ্রিসাৎ করিতে আরম্ভ করিল। ঘণ্টাখানেকের মধ্যে গল্পগুজব হট্টগোলের এমন জমাট ভরা হাট শূন্য হইল, সঙ্গী গেল, খোলা ব্যারাকের খোলা হাওয়া গেল, গাছপালা, নীল আকাশ, পুকুর পাড়ের দৃশ্য গেল, আসিল গুমোট নীরবতা, আর চারটা দেয়ালের অন্ধ কঠিন চাপ ; এ যেন আজ আমরা নতুন করিয়া ধরা পড়িয়া কারা-যন্ত্রণা পুনরপি অনুভব করিলাম। বিদ্রোহী ছেলের দল প্ৰথম প্ৰথম ঘরে ঘরে শিয়াল ডাকিতে লাগিল, কেহ কেহ