পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ख्छ। Ve বলিলে বেমালুম পঞ্চােত্ত্ব-প্ৰাপ্ত হইতে হইবে, সুতরাং ছেলেদের মুহুমুহু ব্যারাম হইতে লাগিল, জ্বর হয়। কিন্তু থাৰ্ম্মোমিটারে ওঠে না। অথচ রাত্রে ডাক্তার কম্পাউণ্ডার ঘুমাইলে সময় ও সুবিধা বুঝিয়া BDBD S BBBD DBDBDS BBBD DBDDS DDD DDDS K DBBD পা। কনকননি, বুক হু হু করা, অনিদ্রা, অস্বস্তি আদি চক্ষুকর্ণের অগোচর যত ব্যাধি হইয়া চুকিলে, হৃষীকেশ ডাক্তার সাহেবকে স্পষ্টই বলিল যে, এ ব্যারাম ভাল খাইতে না পাইলে যাইবে না। ডাক্তার পিসিও অষ্ট্রেলিয়ার ম্যাপের মত প্ৰকাণ্ড মুখখানিতে দন্তপাটি বিকশিত করিয়া টিকিটে তাহার মাংস ও দুধ লিখিয়া দিলেন। পালাক্রমে আমরা ভূ-স্বৰ্গরূপ হাসপাতালে মুখ বদলাইয়া আসিতে লাগিলাম। কয়েক দিন পুলিশ ইন্সপেক্টর, সি. আই. ডি. অফিসারের ঘন ঘন যাতায়াত চলিতে লাগিল। “এটা জান”, “ওটা কেমন করে করেছিলে”, “মাধাই দাস কে ?” ইত্যাদি প্রশ্নের জ্বালায় আমরা মুখখিস্তিও কম করিলাম না। কয়েক দিনের মধ্যেই পুলিশ ব্যান্ত্রের খল্পরে পড়িয়া কণ্ঠনালী দিয়া তাহার জেলারূপ উদরে ক্রমে ক্ৰমে কত মানুষই নামিয়া আসিল। নিত্য নূতন নূতন সঙ্গীপাইয়া আমাদের নরক গুলজার হইতে চলিল। আমাদের সঙ্গেই গ্রেপ্তার হইয়াছিল। ধারণী ও নগেন কবিরাজ-দুই ভাই ; তাহারা বোমার সম্বন্ধে ক অক্ষর গোমাংস, তবে চোরের সহিত চোরাই মাল রাখিয়া যেমন ধরা পড়ে, তেমনি উল্লাসের দু’একটা চাবি বন্ধ বাক্স রাখিয়া, বেচারীরা আজ পুরস্কার দিতে আসিয়াছে। বাক্সে ব্যাং কি সাপ কি বিছা কিম্বা কি অপূর্ব পদার্থ ছিল, তাহা তাহারা না জানিলে কি হইবে, মানুষের তৈয়ারী কানা আইন তাহ মানিবে কেন ? আইনের চক্ষু পুলিশ, হস্ত পুলিশ, লাঠি পুলিশ, তাই তাহার পরিণামে মুড়ি মিছরির এক দর। মুরারীপুকুর অঞ্চলের কোন এক বাড়ীর দুটি ছেলেও দেখিলাম সেখানে হাজির, বেচারীরা সকালে নাকি বিশুদ্ধ বায়ু সেবনের ইচ্ছায় আমাদের পাপপুরীর সন্নিহিত হইয়াছিল। নীরেট সবজান্ত পুলিশ