পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ლფზ ადმწ ܘܪ পিলে চমকাইয়া বোমা কয়টা ফাটিতেই কেহ গেলেন আমেরিকা কেহ গেলেন বিলাত। ভারতে তখনকার রাজনীতিক ব্যবসার দাম কঁাচা মাথা, সে মূল্য দিবার মানুষ তখন এদেশে মাত্র দু' চারশ’ই গজাইয়াছে। তার বেশী বড় একটা ছিল না । তাহদের মধ্যে কথা ছিল “শিরদার, তব সরদার”-যে মাথা দেয়, সেই নেতা। সেবার কংগ্রেস বসিতে না বসিতে শিঙা ফুকিল, আমাদের গুপ্তচক্রেরও প্ৰায় সেই দশা । তৃতীয় দিনে একদিকে ন্যাশনালিষ্ট কনভোকেশন চলিতেছে ও অপর দিকে মডারেট কংগ্রেস চলিতেছে। মডারেট কংগ্রেসের দ্বারে ছাড়া পত্ৰ লইয়া ও অঙ্গীকার পত্ৰ সহি করিয়া ঢুকিতে হয়, মডারেটের যত ফিকে টিমে তেতালা ব্যবস্থা সেই অঙ্গীকার পত্রে পত্ৰস্থ করা হইয়াছে। ইতিকৰ্ত্তব্য স্থির করিতে বসিয়া তিলক মত দিয়াছিলেন যে, গরমদল যখন দলে ভারী আছে তখন ঐ অঙ্গীকার পত্ৰ সহি করিয়াই ঢুকিয়া পড়া যাক, গরমদলের বানে সব ভাসাইয়া te-let us swamp the Congress उद्धविन्य किलु ऊांश्ड রাজী হন নাই, তিনি বলিলেন, “যাহা একবার খাটি বলিয়া, সত্য বলিয়া ধরিয়াছি, সে মত, সে principle কি করিয়া বদলাইব ?” তিলকের দক্ষিণ হস্ত খাপার্দেও অরবিন্দের দিকে বাকিয়া বসিলেন, অগত্যা সে যাত্রা গরমদল পৃথক কনভোকেশনে মিলিত হইয়া ইতিকৰ্ত্তব্য স্থির করিলেন । ইত্যবসরে আমি অনুরোধ উপরোধ করিয়া কয়েকজন মারাঠী, পাঞ্জাবী, মাদ্রাজী ও বাঙালী বিপ্লবপন্থী নেতাকে একটি গুপ্তচক্রে আহবান করিলাম । কে বিপ্লবপন্থী, কে নয়, আমি সে বিষয়ে আনাড়ী ছিলাম, দুই চার জনকেই মাত্ৰ চিনিতাম । কাজেই তিলককেও DBDDS DB BDBD S DDBBD DBB DBD DBDDBBDBD DS বলিয়া পাঠাইলেন, “আমি বুড়া হইয়াছি, আমি জীবনে চিরদিন আমার কৰ্ম্মের বাধা সড়কেই চলি, তোমরা তরুণেরা যাহা পার কর।” তিনি হয়তো ভাবিয়াছিলেন, দুই চারটা পাগল জুটিয়া দুঃস্বপ্ন দেখি