পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.”ዓኳ” ] নিয়মাবলী প্রণয়ন । আনন্দমোহন বসু Sed

  • ধারণ বাহ্মসমাজের স্থাপন ও ইহাব কার্য্যপ্রণালী নির্দেশ বিষয়ে

•নি যাহা করিয়াছিলেন, তাহা চিরস্মরণীয়। সাধারণ ব্রাহ্মসমাজের ভাগণ মে তাহাকে প্রথম সভাপতিৰূপে বরণ করিয়াছিলেন, তাহা স চি৩ হহয়ছিল । তিনি এ সময়ে সারথি না হইলে আমরা * { কবিয়া তুলিয়াছি, তাহা কবিয়া তুলিলে পারি ৩াম না। তিনি সীমান্য কি পরিশ্রম করিয়াছিলেন তাঙ্গা • হারা দেখিয়াছিলেন, • হাব। কখনও ভুলিবেন না । বলিতে কি, তিনি এই সময় ছিলেন or rধাবণ এাহ্মসমাজের মস্তিষ্ক, আর আমি ছিলাম দক্ষিণ হস্ত । ডোন পরামর্শ করিয়া যাহা স্তিব করিতাম, তাহাই আমি কার্য্যে *বি ৩াম । হাঁহ বলিলে অতুক্তি হৃষী না যে, ১৮৭৪ সালে তঁাহাব TY • হইতে প্রত্যাগমনের দিন অবধি ব্রাহ্মসমাজ সম্বন্ধে আমি এমন কিছু করি নাই, যাহা তাঙ্গাব সঠিত। পবামশ কবিয়া করি নাই, অথবা তিনি এমন কিছু কবেন নাহ, বাঙ্গা আমার সহিত পরামর্শ কবিয়া করেন নাই। এই অবিচ্ছিন্ন যোগ, এই অকৃত্রিম মিত্রত চাবাদন বিদ্যমান ছিল । আমি কত বান্ত্রি তাহার ভবনে যাপন * বিয়াছি, শেষ রাত্রি পয্যন্ত কেবল ব্রাহ্মসমাজের কাজের কথা । অবশেষে “f • দুইটা বা তিনটার সময় তাহার গৃহিণীব তাড়া খাইয়া দুইজনে S SLDDD SDBSS BDDBBBDBD BBD DDDMB DBDBBLB iDDBB আমাদেব ভয় হইত, আজ আর রাত্রি দুইটার পুবে মীটং ভাঙ্গিাবে না , কাজেবও অন্ত থাকিবে না, কথারও অন্ত থাকিবে না, নিজেও "ঠিাrবন না, আমাদিগকেও উঠিতে দিবেন না । বাস্তবিক তাহার খ্রত ছাড়াইয়া কেহ উঠিতে পারিতেন না , কেহ উঠিতে চাহিলেই jতনি চেয়ার হইতে উঠিয়া দুই হাত দিয়া ধরিয়া তাহাকে জোরে কসাইয়া দিতেন , বলিতেন,-“আব্ব একটু বসুন, এইবার সকলে উঠবে।” সেই যে বসা, আবার দুই তিন ঘণ্টার ব্যাপার। তাহার