পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবনাথ শাস্ত্রীৰ আত্মচাবিত [ ১৩শ পরিঃ বসিয়া আছেন। তিনি কলিকাতা সমাজের প্রাপ্য বলিয়া তিনটী টাকা দিয়া গেলেন। আমি কলিকাতার সমাজ আপিসে সংবাদ দিয়া সে টাকা নিজের পথেয়ের জন্য ব্যয় করা স্থির করিলাম। আমি ষ্টেশনে গিয়া এলাহাবাদে নামিবার পরামর্শ ত্যাগ করিয়া একেবারে আগ্রার টিকেট লইলাম। আগ্রা -আগ্রাতে বন্ধুবর নবীনচন্দ্র রায়ের বাটীতে পৌছিয়া আমার পকেটে আট আনা পয়সা মাত্র রহিল। আমি গিয়া দেখি, নবীন বাবু চুটি লইয়া তাহার জিনিসপত্রের অধিকাংশ ব্রাহ্মগ্রামে প্রেরণ করিয়াছেন ; এবং তৎপরদিন সস্ত্রীক যাত্রা কবিবােব জন্য প্রস্তুত হইয়া রহিয়াছেন । তিনি তাড়াতাড়ি সেখানকার কয়েকজন বাঙ্গালী ভদ্রলোকের সহিত আমার আলাপ পৰিচয় করাইয়া দিয়া তৎপাবদিনই আগ্রা হইতে যাত্রী কবিলেন। আমি সেই তাড়াতাড়ির ও ব্যয়বাহুল্যের মধ্যে আর তাহাকে আমার পথেয়ের অভাবেবী কথা জানাইতে द्विां न । আগ্রাতেও পাঠ ব্যাখ্যা বক্ততা প্রভৃতি কিছু কিছু কাজ হইল। কিন্তু আমার লাহোর। যাইবার উপায় কি ? র্যাহাঁদের ভবনে আছি র্তাহারা ব্রাহ্ম নহেন। যাহাঁদের সহিত পরিচয় হইয়াছে, তাহারা ব্রাহ্ম নহেন, নূতন পরিচিত মানুষ, কিরূপে তাঁহাদের নিকট ভিক্ষা করি ? ভিক্ষা করিতে পারিলাম না। অবশেষে মনে করিলাম, টুণ্ডলাতে একজন উপবীতত্যাগী আনুষ্ঠানিক ব্রাহ্ম আছেন শুনিয়াছি, তাঁহাকে গিয়া খুজিয়া য়াহিয়া করিব এবং তাহার নিকট সাহায্য ভিক্ষা করিব । টুগুলা।-এই স্থির করিয়া সেই আট আনা পয়সা সম্বল করিয়া একদিন ঘৈকালে টুণ্ডলা ষ্ট্রেশনে গিয়া উপস্থিত হইলাম। উপস্থিত DBB LBLSS D DBBB DBiDD DDD DDDBBSS BBD uu DD ঋজিতেছে, মহা গোলযোগ। জিনিসপত্র নামাইয়া প্লাটফরমে পাদচারণা করিতে লাগিলাম, এবং ভাবিতে লাগিলাম যে, ট্রেন দুখান চলিয়া গেলে