পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R শিবনাথ শাস্ত্রীব আত্মচবিত | ॐथभ বায়, পােৰ্জুগিজেবা এই পথেই আসিয়া থাকিবে। গ্রামেব পার্থে মাঠে মাটি খুড়িতে খুড়িতে ভগ্ন জাহাজ ও বোটেব্য নিদর্শন স্বরূপ অনেক দ্রব্য পাওয়া গিয়াছে। তাহাতেও অনুমান হয়, এক সময় এই পথে জাহাজাদি চলিত। এইরূপে, গ্রামখানি যে বহুকালেব নয। তাহাব অনেক etaniai Piv83i Ri: মজিলপুবের বৈদিক ব্রাহ্মণবংশ -এইৰূপ জনশ্রুতি প্রচলিত আছে, যে, জাহাঙ্গীব বাদসাব সময় যখন বাজা মানসিং যশোবা নগব আক্রমণ করেন, ৩খন চন্দ্রকেতু দত্ত নামক একজন সন্ত্রান্ত কাব্যস্থ ভদ্রলোক, সাপবিবাবে যশোব বিভাগ হইতে পলাযন কবিয়া, ঐ চড়াবা উপবিস্থিত গ্রামে সুন্দৰবনেব ভি তবে আসিয়া সাপবিবাবে বাস কবিযাছিলেন । * র্তাহাব সহিত তাঙ্গাব যজ্ঞপূব্যোহত ও কুলগুৰু শ্রীকৃষ্ণ উদগাত নামক এক ব্রাহ্মণ আসিয়া তাই বই প্রদত্ত এক সামান্য ভূমিখণ্ডে আপনাব বাসস্থান নির্দেশ কবেন। তিনিই আমাদেব পূর্বপুৰুষ । এই শ্রীকৃষ্ণ উদগাত কে, এবং কোথা হইতে আসিয়াছিলেন, তাহাব সবিশেষ বিববণ জানি না। যশোব হইতে আসিয়াছিলেন বলিলে মনে হইতে পাবে তিনি পূৰ্বদেশেব লোক, কিন্তু তাহা নিচে । আমবা দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীবি --ব্রাহ্মণ বলিয়া প্রসিদ্ধ। বেদ হইতে বৈদিক নামেব উৎপত্তি । তদ্ভিন্ন উদগত উপাধিটিও বৈদিক সম্পর্ক সুচনা কৰিতেছে। বৈদিক ঋত্বিকগণের মধ্যে হােতা পোতা অধ্বর্য্যু ও উদগীতাব উল্লেখ দেখা যায়। দাক্ষিণাত্যে তৈলঙ্গ ও দ্রাবিড় দেশে এখনও বৈদিক শব্দ একশ্রেণীর ব্রাহ্মণের প্রতি প্রযুক্ত দেখা যায়। র্যাহাবা ধর্ম্মেব যজন্যযাজন লইয়া থাকেন। তঁহারা “বৈদিক”, আব্ব র্যাহাবা বিষয়-ব্যাপারে লিপ্ত হন তাহারা r എ= − ·

  • “চন্দ্রকেতু দত্তের পরিবারগণ এখনওঁ আছেন। তাহারা মজিলপুরের দন্ত

• বলিয়া প্রসিদ্ধ।”-গ্রন্থকায়ের হস্তলিখিত কুলপঞ্জিকা ।