পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)ব্যঙ্গ কবিতা “গঙ্গাধর কান্তী” VA [ ہوا۔ واسطہ “তুমি ভাল ছেলে, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হইয়াছি।” তখন ভাল ছেলে হইবাব বাসনা যে মনে কত প্রবল হইল, তাহা বলিতে পারি না। সত্যপরায়ণতা -ফলতঃ আমি তখন মিথ্যা বলিতে পারিতাম না, বড় জোব মৌনী থাকিতাম ; অসত্য বলিতাম না। ইহারই কিঞ্চিৎ পববর্ত্তীকালেব আব-একটা কথা স্মরণ আছে, তাহা এই প্রসঙ্গেই উল্লেখ কবি। তখন আমি সিদ্ধেশ্বব-চন্দ্রেব লেনে মাতুলেব নিকট থাকি। বাসাব বড় বড় ছেলেব আমাকে তামাক খাইতে শিখাইয়াছিল। নিজে তামাক খাইয়া আমাৰ হাতে হুকাটা দিয়া বলিত, “টান।” প্রথম প্রথম টানিযা ঘুব লাগিত, তবু সখেব জন্য টানিতাম। একদিন তামাক টানিয়া বড়মামাব নিকট বাজাবেব পয়সা আনিতে গিয়াছি, তিনি তামাকের গন্ধ পাইয়া জিজ্ঞাসা কবিলেন, “তুই তামাক খাস?” আমি মস্তক সঞ্চালন কবিয়া বলিলাম, “ই ।” তৎপব তিনি প্রশ্ন করাতে যেরূপে যেরূপে তামাক খাইতে শিখিয়াছি, ও যতবাব খাই, সমুদয় বর্ণনা করিলাম। তখন • আমাৰ বয়ঃক্রম তোৰ বৎসবেব অধিক হইবে না। মাতুল শুনিয়া বাসার লোকের প্রতি আতিশয় ক্রুদ্ধ হইলেন, এবং আমাকে তামাক না খাইবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করিলেন। আমি তদবধি আর তামাক খাই নাই। কিন্তু একবাব-একটী মিথ্যা বলিয়া মাতুলকে প্রবঞ্চনা করিয়াছিলাম, তাহা যথাস্থানে বলিব । ব্যঙ্গ কবিতা ‘গঙ্গাধর হাতী।”-জেলিয়াপাড়াতে অবস্থিতিকালের একটি কৌতুকজনক ঘটনা স্মরণ আছে। আমাদের ক্লাসে গঙ্গাধর নামে একটী ধনী-সন্তান পড়িত। সে বড় মোট ছিল, এজঙ্ক ক্লাসের ছেলেরা তাহাকে “গঙ্গাধ হাতী” বলিত। গঙ্গাধর পড়াশুনাতে বড়, মনোযোগী ছিল না, ওঠা-নামায়া সময় উপরে উঠতে BBBD DLS BDDD DDD DBBBD YBDB DBS LB sBDL তখন তার আমাদের প্রতি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি দেখে কে ? তাহা আমায়।