পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোমপ্রকাশ” ছাপাখানায় কুসঙ্গ“ [ لاوا-وdمواد কবিষ, গালি দিতেছে। বাবাঙ্গনাব মুখে মাতুলেব নাম, ইহা যেন আN 'অসহ্য বোধ হইতে লাগিল । আমি ‘মামা’কে ধবিয়া আনিবাব བཞེ༽ বাসাব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদিগকে অনেক অনুবোধ কবিলাম। কিন্তু তাহাবা নেশা কবিয বুদ হইষা ছিলেন, কেহই আমাব কথাব প্রতি কর্ণপাত কবিলেন না । অবশেষে আমি যেদো নামক এক চাকবকে সঙ্গে কবিয সুকিযা ধীটেব সেত গণিকালযেব অভিমুখে বাহিব হইলাম। গিস দেখিলাম, এক গোলপা তাক ঘরেব সুদীলোকোব দাওযাতে ‘মামা’ বমি কবিষ, ভাসাইটষাছে, ও "অৰ্দ্ধ-অচেতন অবস্থাতে পডিযা বহিষাছে । আমবা সাইবামাত্র সুসীলোকটী গালাগালি আৰম্ভ কৰিবল ৷ আমি বলিলাম, “চাকব সঙ্গে এনেছি, বমি পবিষ্কাৰ কবচি, ও ওকে তুলে নিয়ে যাচ্চি , গালাগালি দিও না ।” এই বলিযা বমি পবিষ্কাব কাবাইয়া, যেদে চাকবকে ‘মামা’কে তুলিযা আনিতে বলিয়া, নিজে দ্রুতপদে বাসাব অভিমুখে যাত্রা কবিলাম , কাবণ, তখন যদিও কলিকাতাব পথে ঘাটে বাসাতে মাতাল দেখিতাম, তথাপি মাতালেব প্রতি কেমন একটা বঙ্গাতীয় ঘুণা ও ভয় ছিল, তাহাদেব কাছে ঘেঁসিতাম না । বাসাতে আসিয়া তাহাদেব জন্য অপেক্ষা কবিয বসিয়া আছি ; অনেকক্ষণ পরে যৈদো৯ চাকপি আসিয়া সজোবে দোব নাড়িতে লাগিল। দ্বাব খুলিয়া দেখি, Yমামা’ সঙ্গে নাই। কাবণ জিজ্ঞাসা কবাতে, সে ‘মামা’কে অভদ্র ভাষায় গালাগালি দিযা একখানা ছোবা আনিয়া দ্বাবেব নিকট বসিল ; বলিল, ‘মামা’ আসিলেই তাহাকে কাটিবে। মনে ভাবিলাম, পথে দুজনে মাবামাবি কবিয়াছে। আমি মহাবিপদে পড়িয়া গেলাম। আমি জানিতাম, যেদে চাকবি গাঁজাখোব ; সে যাহা ভয় দেখাইতেছে করিতে পাৰে। বাসাব লোককে ডাকাডাকি কবিলাম, কেহই উঠিলেন না, বলিলেন, “মরুক হতভাগাবা।” আমি নিরুপায় হইয়া বাহিবেব দবাজার ভিতৰোঁর দিকে এক তালা লাগাইলাম। যেদে উঠিয়া আমাব হাত