পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sve9-o ) পিতার হাতে দারুণ প্রহার डांनिएडन ना । उत्रांभि २8 भिनित्र iिgादेश थांकिऊ नी আমার মা, বড়পিসী, পিসতুতো দিদী, বিবাহ-বাড়ীর লোকেরা আমাকে ঘেরিয়া ফেলিয়া বলিতে লাগিলেন, “ওরে । পালা পালা, খাবাব জন্যে কেন দাড়িয়ে থাকিস!” আমি বলিতে লাগিলাম, “না, আমি যাব না, বাবা যে আমাকে দাড়িয়ে থাকতে বলে গিয়েছেন।” এই বলিয়া প্রায় আধা ঘণ্টাকাল দাড়াইয়া বচিলাম। ওদিকে বাবা আপনাব ছড়িগাছা না পাইয়া, কি দিয়া মাবিবেন তাঁহাই খুজিয়া বেড়াইতেছেন। অবশেষে আব্ব কিছু না পাইয়া একখানা চেলা কাঠ লইয়া উপস্থিত হইলেন। সেই কাঠ লইয়া যখন আমাকে মারিতে আসিলেন, তখন বড়পিসী আমাব ও বাবার মধ্যে আসিয়া পড়িলেন। বলিলেন, “ওরে ডাকাত ! দে কাঠ দে। ওই কাঠেব বাড়ী মারলে কি ছেলে বঁাচ বে!” এই বলিয়া বাবাব হাত হইতে কাঠ কাড়িয়া লইবার চেষ্টা করিতে লাগিলেন। দুই ভাই বোনে হুটোপুটি লাগিয়া গেল। বাবা বড়পিসীকে এরূপ এক ধাক্কা মাবিলেন যে তিনি তিন চারি হাত দুয়ে মাটিতে পড়িয়া গেলেন। তখন আমাব মা প্রস্তরেব মূর্ত্তিব ন্যায় অদূরে। गेझामान ; गांफुा नांझे, अंका नांझे, बफुा नाके, फफु নাই। বাবার সহিত চৈাষ্ট্রোষ্টেখি হওয়াতে তিনি বলিলেন, “তুমি আমাকে দেখা কি ? ছেলে ਕਰਸ਼ਣ হয় মেরে ফেলো, আমি এক পা-ও নড়বে না।” বাবা বলিলেন, “আচ্ছা তবে দ্যাখো৷ ” এই বলিয়া সেই চেলা কাঠ দিয়া আমাকে মারিতে প্রবৃত্ত হইলেন। তখন আরো কেহ কেহ আমাকে বঁাচাইবার জন্য আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু তঁহাদের মাথায় ও পিঠে চেলাকাঠি পড়াতে কিছু কলিয়া উঠিতে পারিলেন না। চেলাকাঠের কয়েক ঘা খাইয়াই আমার ‘মাথা ঘুরিতে লাগিল। আর মানুষ চিনিতে পাবি না। বোধ হইতে লাগিল, আমার চারিদিকে মুখগুলো ঘুরিতেছে। তৎপরেই আমি অচেতন হইয়া পড়িয়া গেলাম।