পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v9J শিবনাথ শান্ত্রিাব আত্মচবিত [ ২য় পরিঃ “শিব নাচি নাচি যায়” ।- "আমাদেব বাডীব পাশে জ্ঞাতিদেব বাড়ীতে এক গৌবাঙ্গা বিধবা যুবতী থাকিতেন, তিনি সম্পর্কে আমাব পিতাব খুড়ী । আমাৰ মাকে অন্নদামঙ্গল, বামায়ণ, মহাভাবত, বোমিও জুলিয়েট প্রভৃতি পডিতে দেখিযা তাব লেখাপডা শিখিবাব বড ইচ্ছা হইয়াছিল। তিনি আমাকে তঁাব ঘৰে ডাকিযা লইষা খাইবাবি জন্য কিছু মিষ্টদ্রব্য হাতে দিয়া, অনেক খোসামোদ কবিয বর্ণপবিচষ্য কবিতে বসিতেন, এবং হাতে তালি দয়া আমাকে নাচােহতেন, “আব্ব বলিতেন, “শিব নাচি নাচি যায়, শিব ডম্বুৰু বাজায়, ডিমি ডিমি ডিমি ডিমি ডাম্বুৰু বাজায ।” আমি তালে তালে নাচন্তাম। ইহাব পাবে আমাব সঙ্গদয খুউী জেঠী দিদিবা আমাকে দেখিলেই “শিব নাচি নাচি যায” বলিয়া আমাব অভ্যর্থনা কবিতেন । খোডা জ্যাঠতুতো বোন -আমি বোধ হষ ভিতবে ভিতবে চিৰদিন প্রশংসাপ্রিয় মানুষ। এ দুর্বলতাটা শৈশব হইতেই আছে। আমাদেব পাশেব বাড়ীতে আমাব। একজন জ্ঞাতি জেঠাব একটি খোড়া মেয়ে ছিল, সে বোধ হয আমাব অপেক্ষা দুই তিন বৎসবেব বড় ছিল। সে আমাকে ভুলইয়া বোজ প্রাতে আমাব খাবাব হইতে যথেষ্ট পবিমাণ খাদ্যদ্রব্য চাহিযা খাইত। আমি যেই খাবাবেব ধামীটী হাতে কবিয়া ঘব হইতে বাহিব হাইতাম, আমনি সে আমাকে মিষ্টস্বাবে ডাকিত, “আগাশ দাদা ! এখানে এস।” সে তাদেব দাবা হইতে নামিতে পাবিত না, কাজেই আমাকে যাইতে হইত। কেন যে সে আমাকে “আগাশ দাদা” বলিত জানি না । যতই আমি তাহাদেব দাবাব দিকে অগ্রসব হাইতাম, ততই তাব মিষ্ট কথাবা মাত্রা বাড়িত, “কি লক্ষ্মী ছেলে, কি সুন্দব ছেলে,” ইত্যাদি। আমি আহলাদে আটখানা হইয়া সেই দাবায় গিয়া উঠি তাম, অমনি সে বলিত, “এস না ভাই, দুজনেব খাবাব মিশিয়ে খাই।” এই বলিয়া তার ধামীব খাবাৰগুলি আমার ধামীতে ফেলিয়া থাবা থাবা