পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RR दिबांधार्थ नांौज्ञ खांऽब्रिड [২য় পরিঃ ধিক, তোর নাম সন্ত্রমকে ধিক ! অমুক কাকার কি কপাল, তোর মত গাধার জন্য এতগুলো টাকা বৃথা খরচ করেছেন।” যখন আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় এইরূপ বাক্যবাণ বর্ষণ চলিতে লাগিল, তখন অভয় মামা আব্ব সহিতে না পাবিয়া মায়ের পায়ে পড়িয়া গেলেন, “দিদি । মাপ কব, অপবাধ হয়েছে।” অভয় মামাকে আমি বিদ্বান লোক ও গুণী লোক বলিয়া মনে মনে উচ্চ স্থান দিয়া রাখিয়াছিলাম। তিনি যখন আমাব মায়েব পায়ে পড়িয়া গেলেন, তখন আমি চক্ষেব জল রাখিতে পাবিলাম না । তিনি চলিয়া গেলে মাকে বকিতে লাগিলাম, “তুমি আমাকে যেমন কবে বক’, তেমনি কবে অত বড় লোকটাকে বকুলে ?” মা বলিলেন, “বেখে দে তোব বড় লোক, বড়লোকোব মুখে ছাই। অসভ্য, বর্ব্বব, গোয়াব!” সেদিনকাব সে দৃশ্য আমি জন্মে ভুলিব না । আমাব তেজস্বিনী মা, একাকিনী পড়িয়াও এইরূপে তাহাব আত্মমর্য্যাদা-জ্ঞানের গুণে আপনাকে রক্ষা করিয়া চলিতে লাগিলেন । বাবা গ্রীষ্মের ছুটি ও পুজার ছুটিব সময় বাড়ীতে আসিতেন। আমি তাহাকে যমের মত ডবাইতাম, কাবণ তিনি সামান্য সামান্য কাবণে আমাকে ऊब्रांमक भां१ि८ङन ! মাতার স্নেহ ও ধর্ম্মনিষ্ঠ ।-আমার মা আমাতে কিছু অন্যায় দেখিলে রাগ করিতেন এবং সাজা দিতেন বটে, কিন্তু আমার প্রতি তঁহার কি প্রকাব মেহ ছিল, তাহার বর্ণনা হয় না । একবারকার একটা ঘটনা মনে আছে। তখন আমাব বয়স চারি পাঁচ বৎসরের অধিক হইবে না । সেই সময়ে একবার আমার গুরুতর পীড়া হইয়াছিল। সেই পীড়ার অবস্থাতে মা ইষ্টদেবতার চরণে প্রণত হইয়া প্রতিজ্ঞা করিলেন যে, তাহার LBDE BB BD DDD DDSDBBD DDBB DB DBBD BDBDB Dg পোষ্টাইবেন, এবং নিজের বুক চিরিয়া রক্ত দিয়া দেবতার স্তব লিখিয়া