পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ জন্ম ও শৈশব ; মজিলপুরে বাস > ケ8°ー> ゲ○や মাতুলালয়ে জন্ম -এষ্ট মাতামহীব ক্রোড়ে, भांडूलांग, बां: ১২৫৩ সাল ১৯শে মাঘ, ইংৰাজী ১৮৪৭ সাল ৩১ শে জানুয়াবি, ববিবাব, আমাব জন্ম হইল। আমাব জন্মকালেব বিষয় যাহা শুনিয়াছি, লিখিতেছি। সাৰংকালে যখন আমি ভূমিষ্ঠ হইলাম, তখন সবে পূর্ণিমা গিয়া প্রতিপদের সঞ্চাব হাততেছে। সোদন আমাৰ মাতামহ বাড়ীতে আছেন । পুত্রসন্তান ভূমিষ্ঠ হইযাছে শ্রবণমাত্র তিনি তাহাব এক দৈবজ্ঞ জ্ঞাতিবন্ধুব ভবনে ধাবিত হাহলেন । গৃহস্থ ধমণীগণেব শঙ্খধ্বনিতে পাড়া কঁাপিয়া যাইতে লাগল। ওদিকে গ্রামে সংবাদ ছডাঈষা পড়িল যে, ন্যাযবন্ধুেব দৌহিত্র জন্মিয়াছে। মাতুলগৃহে সেই প্রথম শিশুবালকোব আবির্ভাব। আমি ভূমিষ্ঠ হঈযাই মাতামহী ও র্তাহাব জননী, দুই মামী, দুই মাসী (আর এক মাসা তখনও শিশু ) ও গৃহস্থ অপব দুই এক জন বিধবা, ইহঁদেয়। আদব ও অভ্যর্থনাব ধন হইলাম। পাবদিন বজনী প্রভাত হইতে না হইতেই দলে দলে বাজনাদাৰ আসিয়া বাড়ী আক্রমণ কবিতে লাগিল। পৰদিন । প্রাতে মাতামহ মহাশয় কলিকাতায় গেলেন। শনিবাব তাহদের ফিবিয়া না আসা পর্যন্ত সাতদিন দলে দলে বাজনাদাব আসিয়া বাড়ী মাথায় কবিয়া তুলিল । শনিবাব মাতামহঠাকুব ও বড়ামামা কলিকাতা হইতে আসিলেন। বাবা তখন সংস্কৃত কলেজেব ছাত্র, তিনি বোধ হয় লজ্জাতে ভঁাহাঙ্গের সঙ্গে আসেন নাই। কিছুদিন পরে আসিয়াছিলেন। বড়ামামা রবিবার