পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পবিচ্ছেদ ] माङाभहौ Sv) তাহাব সহৃদয়তাব দৃষ্টান্ত স্বরূপ একটী কখা স্মৰণ হইতেছে। একবাব আমি পদব্রজে স্বীষ বাসগ্রাম হইতে কলিকাতায় আসিতেছিলাম। পথিমধ্যে মাতুলালষে একবেলা থাকিয়া আসিব এইরূপ সংকল্প ছিল ; কিন্তু অগ্রে তথায় সংবাদ দিই নাই। গ্রাম হইতে অতি প্রত্যুষে বাহিব হইয়াছিলাম ; মাতুলালযে পৌঁছিতে প্রায় দ্বিপ্রহব হইয়া যাইবে । পথিমধ্যে একজন হীনজাতীয লোক আমাব সঙ্গ লইল । সে ব্যক্তি সর্বপ্রথম কলিকাতায় আসিতেছে। সে যখন শুনিল যে, আমি সহবে আসিতেছি তখন ব্যগ্রতা সহকাবে তাহাকে সঙ্গে লইতে অনুবোধ কবিতে লাগিল। আমি জানিতাম বিনা সংবাদে অসময়ে মাতুলালয়ে পৌছিব, তায়ত মামীদিগকে আবাব পাক কাবাইতে হইবে, সেই ভয়ে প্রথমে ইতস্ততঃ কবিলাম, কিন্তু তাহাব ব্যগ্রতাতিশয় দেখিয়া চক্ষুলজাবশতঃ “না” বলিতে পাবিলাম না। দুইজনে দ্বিপ্রহবেব সমষ মাতুলালয়ে আসিয়া উপস্থিত হইলাম। মামীবা তখন আহাবে বসিষাছেন, মাতামহী ঠাকুবাণী বসিতে যাইতেছেন, তখনও ভাতে হাত দেন নাই। আমার গলাব স্বােব শুনিয়া বাহিবে আসিলেন। আমি তাঁহাকে চুপে চুপে বলিলাম, একটি অন্যজাতাষ লোক পথ হইতে আমাব সঙ্গ লইয়াছে। সে কলিকাতায় কখনও যায নাই, আমাব সঙ্গে যাইবে । তিনি বলিলেন, “বেশ ত, তুই শীগগিব নেয়ে এসে মামীদেব পাতে বসে যা, আমাব ভাত ঐ লোকটী খাক, আমি আমাব ভাত চড়িয়ে দিচি, পাবে খাব।” এ প্রকাব বন্দোবস্তটা আমাৰ ভাল লাগিল না। একবাব বলিলাম, “তোমাব ভাত ওকে কেন দেবে, যে ভাত চড়াবে, তাই ওকে দিয়ে, তোমাব ভাত তুমি খাও।” তিনি বলিলেন, “আহা৷ y বেচাবা পথ চালু ক্লান্ত হয়ে এসেছে, ও বসে থাকবে। আর BDS BBS DD DD DS SDD D DD BB DBD S S DDD DBBDB BDDBDSBD SDBDBLB BLBLB BDD S DB DDSDDBB DD