পাতা:অশোক - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2Na ve 8哈 विडोद्म भूथ । @甘巴颈°1 vColos ! অশোক । বৈধ কি অবৈধ ? চোরের মতন নির্বাসিত হয়ে LB S BBB DDBDS DBDDtD BKKKYS MY YYLtD DTL S DiBDY ব্যাধিই যদি অপরাধ হয়, তাহ’লে মানসিক ব্যাধিগ্রস্ত মগধরাজ, কিম্বা দৈহিক ব্যাধিগ্রস্ত আমি-এ দুয়ের মধ্যে অধিকতর অপরাধী কে ? পুত্র আমি-এক দিনের জন্য ও পিতার বিরাগ উৎপাদনের যোগ্য কোনও কাজ করিনি । সেই আমি রোগে তার কাছে সান্থন না। পেয়ে, তাড়িত হলুম। সমবেদনার ভিখারী আত্মীয় স্বজন থেকে বিক্ষিপ্ত হয়ে পথে নিক্ষিপ্ত হলুম!! আনা হ’তে শতগুণ অপরাধী রূপমোহগ্রস্ত স্ত্রৈণ রাজা যদি মগধের সিংহাসনে বসতে পারে, তাহ’লে আমি কি সে সিংহাসনে বসতে পারি না ? বৈধ কিম্বা অবৈধ-দুই মাত্র উপায় । সম্মুখের রত্নখচিত সিংহাসন এক ন্ত্রৈণ অপদার্থ বৃদ্ধের কাছ থেকে, আর এক কাণ্ডজ্ঞানহীন পশুর কাছে চলে যাবে ? চন্দ্রগুপ্তের সিংহাসন, এক নীতিজ্ঞানহীন মুখকে বহন ক’রে গৌরবান্বিত হবে । বৈধ অথবা অবৈধ ? যদি বৈধ উপায়ে সিংহাসন আয়ত্তে আনতে না পারি ? “মধ্যে জন্মভূমির হৃদয়তুল্য শাস্তি-প্রত্যাশী। প্রজা ।” মায়ের সে গভীর জ্ঞানগর্ভ উপদেশ এখনও আমার কর্ণে মধুর ঝঙ্কারে ধবনিত হচ্ছে। পিতার সর্বোচ্চ আসন, র্তার সস্তানের DDBBS SYLLSD DBDD DDBDTS SsYY KYYYS GB BD KKDBDBD চিরতরল হৃদয় যদি একবার বাস্ত্য-বিক্ষুব্ধ হয়, তাহলে রাজসিংহাসন নিমেষ মধ্যে সমুদ্রগর্ভে বিলীন হয়-অসীম শক্তিশালী সম্রাটও তাকে ভাসিয়ে রাখতে পারেন । তবে কোন অপরাধে আমি মৌর্য্যবংশের পবিত্র সিংহাসন অকালে বিলীন হতে দেব ? তাহ’লে, বৈধ অথবা