পাতা:অশোক - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o R *Nafzp অনীতা । তা ৰ’লে হুন শক-তোর তুলনায় যত তালুকদার রাজা যদি ক্ষেত্রি হয়, তুই হ’তে পারিস না ? কণিক্ষ । আমি যে কারও কাছে মাথা হেঁট করতে পারিনা মা ! অনীতা । মাথা হেঁট করতে যাবি, কেনী, জোরের সঙ্গে সমাজে উঠবি । আজকাল ক্ষেত্রিদের সে রকম ব্যাভার, তার তুলনায় তোর ड बांयून । কণিক্ষ । দেখা মা ! মগধের রাজা তার পাটরাণীর ছেলেকে বিনিদোষে তাড়িয়ে দিয়ে, ৰীতিশোককে যুবরাজ করেছে-সন্ম রাজারা তাকে স্বীকার করেছে, আমি কিন্তু করিনি । অনীতা । এই দেখ বাপ, ক্ষেত্রির আচরণ দেথা - তারা ছেলেকে বিনাদোবে ঘর থেকে দূর ক’রে নিঃসম্বলি ক’রে ছেড়ে দেয় । আর তুই পথের কাঙ্গালিনীকে কুড়িয়ে এনে যথাসর্ব্বস্ব তাকে ধরে দিসতারা হ’ল কিনা তোর চেয়ে উচু ! বাপ ! বিধাতা এমন সমাজ বেশি দিন রাখবেন না । জাতের অহঙ্কার নিয়ে তা জাত নয় বাপ, জাতের কাজ নিয়ে জাত । আমি বলছি, দেখি বাপ - জোর ক’রে তুই সমাজে উঠিবি । কণিক্ষ । কত জন্মের মেয়ে ছিলি মা যে, যুগের যাতনা মরম থেকে তুলে দিলি ! কিন্তু কি করে হবে মা-গায়ের জোয়েত জাতে LL DL DDS SY B L SSBDuDuSB SLLD SBuY DDEDBD tttBk LLL ख्वाहोत्र डुिभ । অনীতা । বলিস কি বাপ, পারিস ? কণিক্ষ । একদিনে - দু’টো দিনের দেৱী করতে হয় না । শুধু পাটালীপুত্র সহরে পৌছিতে যে ক’টা দিন দেরি। আমি এত বড় মুলুকের মালিক হয়েছি, আমি কি মা চোখ বুজে বসে আছি ! তোকে পেয়ে আহিলাদে মোতে আছি বলে কি মনে করেছিাস, জুনিয়ার