পাতা:বিক্রমশিলা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) শেষকালে আমার ছাত্রদের দু’একটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে কয়েকজনের পাঠ শেষ হল। কেউ ইচ্ছা করলে আমার সঙ্গে ভোটদেশে আসতে পার । তোমরা শীঘ্রই মঠ ছেড়ে সংসারে প্রবেশ করবে। সংসারের যে কাজেই থাক, ভিক্ষু হও রাজকাৰ্য্য কর বা ব্যবসা কর, সব সময়েই তোমরা চেষ্টা করবে যাতে বিক্রমশিলার গৌরব নষ্ট না হয়। তোমাদের কাৰ্য্যে, তোমাদের আচারে ব্যবহারে যেন নম্রতা, ভদ্রতা এমনভাবে জড়িত থাকে, যাকে তোমাদের দেখে বিক্রমশিলার ছাত্র বলে লোকে মনে করতে পারে। বিক্রমশিলার গৌরব তোমাদের হাতে, আশা করি তোমরা সেটা রক্ষা করবে। যখন কোন কাজ করতে যাবে তখন ধৰ্ম্মপদের এই উপদেশটা মনে (32 “ন তং কৰ্ম্মং কতং সাধু, যং কত্ব অনুতপ্পতি। যসূস অস্সুমুখো রোদং বিপাকং পিটিসেবতি ॥” যে কাজ করে অনুতাপ করতে হয় এবং যে কৰ্ম্মের ফল অশ্রুসিক্ত মুখে ভোগ করতে হয়, সে রকম কাজ করা উচিত নয়। আর একটা সাধারণ উপদেশ স্মরণ রেখো “নহি বেরেন বেরানি সম্মান্তিধ কুন্দাচন। অবেরেন চ সম্মান্তি এস ধৰ্ম্মে সনাতন ৷” শক্ৰতা দ্বারা কখনও শক্রিতা নিবারণ করা যায় না। মৈত্রী - দিয়েই শক্রিতা রোধ করা যায়, এইই সনাতন ধৰ্ম্ম । আর আমি,