পাতা:বিক্রমশিলা.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( S) ) একজন ঘসে ঘসে তা থেকে আগুন বার করে আগুন ধরাল । সেই আগুনে পাখী গুলো আর হরিণের মাংস সিদ্ধ করে তাই তারা মনের আনন্দে খেল । যে তিন দল পথের সন্ধানে বেরিয়েছিল তাদের জন্যে কিছু খাবার রেখে দিলে। ক্ৰমে ক্ৰমে দুটো দল ফিরে এল-কেবল ফিরল না। যারা দক্ষিণ দিকে গিয়েছিল। বেলা ক্রমশঃ বয়ে গেল, তবুও তাদের দেখা নেই। শেষে সন্ধ্যা হয় হয় এমন সময় তারা ফিরে এল। “কি খবর তোমাদের ?” জিজ্ঞাসা করতেই তারা বল্লে“আমরা ত দক্ষিণ দিকে অনেক দূর গেলুম। শেষে এক জায়গায় দেখি একটা লোক গাছের তলায় কি করছে । আমরা তার কাছে এলে, আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলে“ওহে, শুনচ বাপু ?” তার কোন জবাব না পেয়ে, আর একজন বল্লে-“কিহে কানে কম শোন না কি ?” তবু কিন্তু কোন উত্তর পাওয়া গেল না দেখে, আমি যেমনি “লোকটা কালা না কি ?”-বলে তার হাত ধরতে গেছি, অমনি ও সে খুব জোরে মারলে এক ছুটি। আমরাও তার পাছু নিলুম। একে এই পাহাড়ে দেশ, তাতে আবার এই ছুটােছুট, আমরা ত হাঁপিয়ে পড়লুম। ভাবলুম-এ আবার কি আপদ! হাঁপাতে হঁপাতে এসে দেখি-সে লোকটা দাড়িয়েছে, আর জন কতক লোককে সে কি বলছে। আমরা সেই লোকগুলোর কাছে এলুম, আশা হল- যদি এদের কাছ থেকে কোন খবর পেতে