পাতা:বিক্রমশিলা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিবাদন গ্ৰহণ করুন। আমাদের এই ভিক্ষুসংঘ আপনারই আদেশ পালন করবার জন্য ব্যাকুল। আপনি আমাদের পথ দেখিয়ে দিন কোন পথে আমরা অগ্রসর হব।” এই বলে ভিক্ষু আসন গ্ৰহণ করলে আচাৰ্য্যদের উত্তর দিলেন “হে তির্বতবাসী, তোমরা আমার জন্যে যে বিপুল অভ্যর্থনার আয়োজন করেছ, জানি না। আমি তার উপযুক্ত কি না, সেজন্যে আমি তোমাদের ধন্যবাদ দিচ্ছি। মাহারাজা আমাকে যে আমন্ত্রণ দিয়ে পাঠালেন, তার মধ্যে আমি আমার কৰ্ত্তব্যের নতুন পথ দেখতে পেলাম। সে যেন স্বয়ং বুদ্ধদেবের আমন্ত্রণ, তিনি যেন ডাক দিলেন তার সদ্ধািৰ্ম্মকে উদ্ধার করবার জন্যে। সেই ডাক শুনে আমি আমার প্ৰিয় কাৰ্য্যক্ষেত্র বিক্রমশিলা ছেড়ে এলাম। এখন সকলকার সমবেত চেষ্টায় ও সাহায্যে আমি কাজ আরম্ভ করব। আশা করি আমি বৌদ্ধধৰ্ম্মকে নতুন জীবন দিয়ে যেতে अन्य ।” আচাৰ্য্যদেব আসন গ্ৰহণ করলে, সবাই বলে উঠল। “জয় আচাৰ্য্যদেবের জয় ।”