পাতা:বিক্রমশিলা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s१ ) আপদ অগ্ৰাহ করে, আমরা সেখানে যাই। ভিক্ষু হয়ে আমাদের লামার কাছে খানকতক বৌদ্ধ পুথি তিববতী ভাষায় পড়েছিলাম। তাতেই জানলাম যে ভগবান বুদ্ধদেবের জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ (যাকে আমরা তিববতীতে ‘বিস্তৃত দেশ’ বলে থাকি)। তাইতে আমরা ভাবলাম যে ভগবান বুদ্ধদেব যেখানে জন্মেছিলেন, যেখানে সন্ধৰ্ম্ম প্রচার করেছিলেন, যেখানে নির্বাণলাভ করেন-সেই সব তীর্থস্থান আমাদের দেখা দরকার। তা ছাড়া সংস্কৃতভাষা শেখার ভাল সুবিধা তিব্বতে পেলাম না, যদিও তিববতী ভাষায় সংস্কৃত শেখার জন্যে ব্যাকরণও দুচারখানা ছিল, ( ৫ ) তাই সংস্কৃত শেখার জন্যও ভারতে আসতে হয়েছিল ।” একজন জিজ্ঞাসা করলে-“কেন, সংস্কৃত শেখার কি দরকার छ्लि ” তিনি বল্লেন—“কারণ বেশীরভাগ বৌদ্ধ পুথি সংস্কৃতে লেখা, অবশ্য পালিভাষায় বৌদ্ধ পুথি ছিল, কিন্তু মহাযানদের বই সংস্কৃততেই লেখা হয়েছিল। আমি দেখলাম যে যদি সংস্কৃত না শিখি, তবে সব বৌদ্ধশাস্ত্র পড়তে পারব না বা তার মৰ্ম্মগ্রহণ করতে পারব না । তখনি অনেক সংস্কৃত বই তিববতী ভাষায় অনুবাদ হয়েছিল বটে, তবু বিরাট সংস্কৃত বৌদ্ধশাস্ত্রের অনেক বাকি ছিল। তাই আমি সংস্কৃত পড়তে এলাম। আমি ও - kum- --a SS0SSDDDuBB K L BD BKD BDBD DYKL LDLD KDD BD st