পাতা:কিশোরদের মন.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

 খুকু মুখ ভার করে বল্‌লে-“আমি মণ্টুকে নে’ খেল্‌ব না।”

 বিমল বল্‌লে—“আচ্ছা খুকু, মণ্টুর নাম ত মণ্টু, তোমার নাম কি?”

 খুকু টল্‌টলে’ দুটো উজ্জ্বল চোক বিমলের দিকে ফিরিয়ে, তুলে’ বল্‌লে-“আমি রেণু!”

 সেই সময় ভেতর থেকে ডাক এল—“খুকু! লক্ষ্মি! আ—মি নাইয়ে দেব, নাইবে এস!”

 খুকু চেঁচিয়ে বল্‌লে—“না মা, আমি নাইব না—আমি ছবি দেখ্‌ব——।”

 ব’লে খুকু বিমলের কোলের উপর আরো ঝুঁকে পড়ে, পা দুটো দোলাতে লাগ্‌ল।

 রাত্রে ট্রেণে আসা হয়েছে, সকাল সকাল ভালো