পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

opa vo नदांती-खांबण गव । শেরি । হাফেজ, হাফেজ, চ’লে গেলে, চ’লে গেলে । প্ৰতারণা ক’রেছিলে তো হত্যা ক’রে গেলে না কেন ! আমার সুখস্বপ্ন ভেঙ্গে দিয়ে একটা নিষ্কলঙ্ক নারী-জীবনকে ব্যর্থ ক’রে দিয়ে গেলে ? আলিনাকী, আলিনকী-আমার উদ্ধার কৰ্ত্তা । যদি প্ৰতিজ্ঞার কোন মূল্য থাকে, তবে তো তাকেই আমার স্বামীত্বে বরণ করা উচিত ছিল। এখন এ ব্যর্থ জীবনের মূল্য কি ? মূল্য কি ? তারপর সত্যই যদি পরাজয় হয়, হুশেন যদি বন্দী করে, ( কোলে লইয়া ) এই শিশু, কে একে রক্ষা ক’রবে ? কে একে রক্ষা করবে ? [ '(zछ्न । সপ্তম দৃশ্য পশ্চাতে দুৰ্গাভ্যন্তর-সম্মুখে রণস্থল ( রববানি ও হুসেনের প্রবেশ ) হুসেন । সাবাস গোলন্দাজ, সাবাস গোলন্দাজ, হাফেজ ঘায়েল হয়েছে, রণক্ষেত্রে শুয়েছে-দুৰ্গ আমাদের করতলগত । রব্বানি, এইবার শেরিণাকে খুজে বার করা-খুঁজে বা’র করা। বীরভূম ংস ক’রে বাদিওজমানকে শাস্তি দিয়ে যাবার পুরস্কারশেরিণা বিবি । ( প্রহরীর প্রবেশ ) প্রহরী। হুজুর । নবাবের সৈন্য আমাদের আক্রমণ করেছে। আলিনাকী তার সেনাপতি ।