পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•थeन डाइ नदांदी-पवांबल তৃতীয় দৃশ্য আমি । কঁপিছি। কেন ? বিষের প্রবাহ-চেপে রাখতে পারছি না । কণি । কি সৰ্ব্বনাশ ! আপনি বিষ খেয়েছেন ? সে কথা ত জানতে পারি নি ? কেন এ সৰ্ব্বনাশ ক’রলেন, কেন ঘর ছেড়ে এখানে siwr ? খতিজা। শক্রিপুরী আক্রমণ ক’রেছে। একদিকে হুসেন, আর একদিকে বৰ্গী ! এ আগুন আমিই-জালিয়েছি! গৃহে আর আমার স্থান কোথায় ? তুই দেখা দেখ, যার জন্যে এখানে এলেম, সে কোথায় ? কতদূরে ? তাকে ডাক, ডাক, খুব চেচিয়ে ডাক । সূৰ্য্য অস্ত যাবার অাগে দেখা যদি তার দেখা পাই । কণি । ফকির বোধ হয় ভিক্ষায় গেছেন । কপিন ফিরবেন, তাতো জানিনা ? কোথায় খুজবো ? কিন্তু হায় হায় ! এ আপনি কি ক’রলেন । খতিজা। জীবনে যে ভুল ক’রেছি, তার সংশোধন । কে জানে, পর পারেও এ বিষের জ্বালা সঙ্গে যাবে কিনা ? তোর এখন নুতন জীবন, নূতন যৌবন । কণিমন, কণিমন ! "আমায় দেখে শিখিস । যদি কাউকে ভালবেসে থাকিস।--আর সে যদি প্ৰতারণা করে, তার প্ৰতিশোধ নিতে যাসনে ! জ্বালা দিয়ে জ্বালা দায় না । নিজে জলিস, কাউকে জ্বালা দিতে যাসনে ;-এ আমি ঠেকে শিখেছি, ঠেকে শিখেছি, কণিমন ! কণি । কি ব’লছেন ? খতিজা । সুৰ্য্য এখনও অস্ত যায়নি ? कवि ! ना । খতিজা । কত সুৰ্য্যোদয় দেখেছি, ক'ত সুৰ্য্য অন্ত গেছে, আজ শেষ । S¢ ዓ ]