পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাবী-আমল প্ৰথম অঙ্ক প্ৰথম দৃশ্য DDKDB aK0YYSDYSYB व७िञ्जनाः ७ द्विन्नौ বাদি । আলিনকি ! আলি । পিতা ! বাদি । আজ অসময়ে এই নিৰ্জন মন্ত্রণাকক্ষে তোমায় ডেকেছি কেন यांना ? আলি। অনুমতি করুন। পিতা । বাদি। বৃদ্ধ হ’য়েছি ; সত্তর’ট শীত-গ্রীষ্মের আঘাতে এই পঞ্জীর আজ জীর্ণ । দুৰ্বহ জীবনভার বহন করাই এখন আমার পক্ষে কষ্টকর। তার উপর রাজ্যের চিন্তা । আর সহ্য করতে পারছি না । এই চিন্তা হ’তে অবসর গ্ৰহণ ক’রব মনে ক’রেই পুত্র আহম্মদওজমানকে সিংহাসন দেবার মানসে নবাব আলিবর্দীর নিকট নূতন সনন্দের আর্জি দিয়ে সওয়ার পাঠিয়েছিলেম। সওয়ার ফিরে •gርሻርጀ !