পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃশ্য মহারাষ্ট্র শিবির ब्रघूत्रौ ७ भांखांखाौ রঘুজী। শাস্তাজী ! সৈন্যের মুখ ফোরাও, আর বীরভূম আক্রমণের প্রয়োজন নাই। বাদশাহী ফৌজ আমাদের সঙ্গে যুদ্ধ ক’রতে এসেছিল, কি রহস্য দেখ। তারাই বীরভূম আক্রমণ ক’রেছে। কিন্তু এ কথা মীরহাবিব। আমাদের কাছে প্ৰকাশ করে নাই । অথচ অনুসন্ধান ক’রে বুঝলে তো, মীরহাবিবই ষড়যন্ত্র করে এই যুদ্ধ यांषिद्धग्रह। बैौब्रश्विटबद्ध अख्निकि कि बूबटड श्रiब्रछि ना। শান্ত । এই মাত্ৰ সংবাদ পেলেম, নবাব আলিবর্দী কাটোয়া থেকে এই দিকে অগ্রসর হচ্ছে । রঘুজী। সৈন্যের মুখ ফেরাও, আর এখানে নয়। গুপ্তচর সংবাদ দিয়ে গেল বালাজী রাও দ্বারবঙ্গ পৰ্য্যন্ত এসে পৌঁছেচে । চল সৈন্যের গতি ফিরিয়ে উড়িষ্যার পথে আমরা নাগপুরের দিকে অগ্রসর হই। রসাদ আর টাকা পাঠাবার আজই ব্যবস্থা কর । [ শান্তাজীর প্রস্থান । ( রাঘবকে লইয়া দুইজন মারাঠা সৈন্যের প্রবেশ) ১ম সৈন্য। প্ৰভু! এ ব্যক্তি শত্রুর চর, নবাব আলিবর্দীর শিবির থেকে আসছে। পথে একে ধ’রেছি। এর কথা বাৰ্ত্তায় চাল, চলনে ֆՆh I