পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

de VE नौ-एङांश्व् छूडोश यूथ দিন তোর মত বয়েস ছিল । আমিও একদিন পুরুষের প্রতারণায় তোর মত কেঁদেছি । তার পর তার প্রলোভনে ভুলে মনে ক’রে- ছিলেম।---আমার কান্নার শেষ হ’য়েছে । কিন্তু না,-আমি পুত্রের জননী হ’য়েও নিঃসন্তান, রাজমহিষী হ’য়েও বাদী, সতী হ’য়েও কলঙ্কিনী ! এই রাজ-অন্তঃপুরে আমি ঘূণার পাত্রী, করুণার পাত্রী। তবু দেখ, আমার চোখে জল নাই। বুকে আগুন জেলেছি-তাতে সব জল শুকিয়ে গেছে । মেহ, কোমলতাআমার বুক নিংড়ে দেখ, আর এতটুকু রস খুজে পাবিনি। আছে কেবল বিষ, বিষ, নারীর প্রতিহিংসা বিষ । কণি। এ কি উগ্ৰ বিষ আমার কাণে ঢ’ালছ মা ? খতিজা। বিষ! বিষ। হিন্দুরা বলে শুনিস নি,-সমুদ্ৰ-মন্তনে বিষ উঠেছিল ? আমার ভাগ্যে বিষ উঠেছে ! হিন্দুর দেবতা নিৰ্বোধ, সেই বিষ পান ক’রেছিল ; আমি সেই বিষ ছড়াব, রাজনগর পোড়াব’ ! তোর কপালেও বিষ উঠেছে । আয় দুজনে বিষ ছড়াই ! বিষে বিষ উথলে ७फ्रैक ! টগৃবৰ্গ ক’রে ফুটুক ! জালুক --জলুক সব, ছারখার হোক ! কণি । কিন্তু মা ! নারীর মমতা বিসর্জন দেব কেমন ক’রে ? খতিজা । ভুলে যা, তুই নারী। আমি সব ভুলেছি। স্বামী ভুলেছি, সন্তান ভুলেছি, সব ভুলেছি ; মনে আছে কেবল প্ৰতিশোধ ! কণি ৷ প্ৰতিশোধ ? খতিজা। প্ৰতিশোধ ! প্ৰতিশোধ। ভুলে যা তুই প্ৰণয়িনী নারী। তোর কেউ নাই, কিছু নাই, আছে কেবল প্ৰতিশোধ ! সব ভুলে যা, কারুর মুখ চাসনি। পুরুষ নারীর মুখ চায় না, সব ভুলে [总又