পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরণ্যে ' ७७ 畿 8 রিক্রি হয় না। এ বিষয়ে কিন্তু সকলেই একমত। জার্মান, ফ্রেঞ্চ, বৃটিশ এমন কি ভারতবাসীরা পর্যন্ত নিগ্রোদের শিক্ষিত দেখতে চায় না। সংবাদপত্র স্টেশনে না পেয়ে মনটা দমে গেল। তিন জনে ফের শহরের বাইরে নিগ্রোম্প্রামে গিয়ে থাকবার ব্যবস্থা করলাম। একখানা ঘর ভাড়া করে সর্বপ্রথম ঘরখানা পরিষ্কার করিয়ে বিছানা পাতলাম । তারপর নিগ্রোর জন্স গরম করল। চা করা হলে তাই তৃপ্তির সহিত খেয়ে আমি বিশ্রাম করতে লাগিলাম । নিগ্রেীরা নিকটস্থ কুয়া হতে জল উঠিয়ে স্নান করল এবং ঘরে এসে আমার জন্য গরম জ্বল করে দিল । গরম জলে স্নান করে আমি ঘুমিয়ে পড়লাম আর নিগ্রোেরা পাক করতে লেগে গেল। শরীরটা বেশ অসুস্থ অনুভব করতে লাগিলাম । মোয়ান্‌জা সন্নিকটে। তিন দিন পথ চললেই• মোয়ান্‌জা পেঁৗছতে পারব। এদিকে গরম একটু বেশী ! ভিক্টোরিয়া হ্রদের দক্ষিণ তীরে মোয়ান্‌জ অবস্থিত। মোয়ানজা নাকি একটা বড় শহর, সেখানে গিয়ে থাকাই ভাল মনে করলাম। পরের দিন সকাল বেলায় পুনরায় পথে ७ामव्याभ | সিনা হতে মোয়ানজা পর্যন্ত পথ নিরাপদ নয়। এদিকে বিষাক্ত সাপ, বিছু এবং অন্যান্য নিশাচর পশু মানুষকে প্রায়ই আক্রমণ করে। আমরাও মানুষ, অতএব এসব বন্য জীব হতে আমাদেরও রেহাই ছিল না। আমৱা এখন-থেকে এক সংগেই চলতে লািগলাম। সাইকেল সংগে ছিল মাত্র কিন্তু বসতাম না। প্রত্যহ আমরা বাইশ মাইল করে চলতাম । পথের দুপাশে পাথরের পর্বতমালা। পাথরের পৰ্বতমালা স্বর্ধেৱ আলোয় দুপুরবেলা তেতে উঠে এবং বড় পথ দিয়ে ষার চাইেল তাদের উপরই তেতালো পাহাড় হতে লু-এর মত একটা