পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬ : অন্ধকারের আফ্রিকা হতে দেওয়া। টাংগানিয়াক এলাকায়ও সে ব্যবস্থা হয়েছিল। ষে সকল ভারতবাসী ইউরোপীয়দের সমতা লাভ করতে চায় তাদের অনেককে জিজ্ঞাসা করেছি। তারা কেন তাদের নিগ্রো ফ্রীদিগের ছেলেমেয়েকে সমাজে নেয় না ? উত্তরে তারা বলে “তবে কি তাদের জাত থাকবে* ? আমি তখন বলতাম, "যেদিন নিগ্রোদের তোমাদের সমাজে স্থান হবে - সেদিন ইউরোপীয়ানরাও তোমাদের সন্মান দেবে” । আমার কথা শুনে অনেকেই আমার প্রতি রাগ দেখাত, এতে আমি একটুও চিন্তিত হতাম না। আমার সংগীদের কাছে এই ধরণের কথা বলেই ২৯ অনেক স্নাত কাটিয়ে দিলাম, তারপর একটুও চিন্তা না করে তিনজন একই মশারিতে শুয়ে পড়লাম। পরদিন যখন ঘুম থেকে উঠলাম। তখন দেখলাম আমাদের কারো কোনও ক্ষতি হয়। নি, আমাদের সুনিদ্রাই হয়েছিল এবং শরীরও সুস্থ ছিল। আফ্রিকার ংগল তোমাকে নমস্কার আর ষাৱা তোমার সম্বন্ধে কৃষ্ণু প্লা বলে দু’পয়সা উপাৰ্জন করছে তাদেরও “ধন্যবাদ” । আমাদের ভ্রমণ একই রকমের ছিল। দৃশ্যও একই রকমের । DD uD DBBS KBS S gBK DDBDBDDD BB S YzS SDBBK DDSSS SDB গরু, হরিণ, নানারূপ তৃণভোজী জীব-এদের এক দিনই দেখতে ভাল লাগে, তারপর একঘয়ে হয়ে যায়। সেজন্য স্থির করলাম একটি জংলী গরুর বাছুরকে ধরব আর গাইটা যদি বাছুরের মায়ায় আসে। তবে তাকে দুইয়ে কিছু দুধের ব্যবস্থা করব। কিন্তু আমার মনে ছিল না। এসব হল জংলী গরু। জংগলে জংলী জীব পরাধীন।” নয় । * তারা মরতে রাজি তবুও পোষ মানতে রাজি নয় । আমরা প্রাণপণ করেও একটা গরুকে ধৱতে সমর্থ হলাম না । ঘোড়ায় ஒ3