পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΣΣΑ অন্ধকারের আফ্রিকা পেছনে ফেলা ছিল । আমরা কিন্তু তার বিপরীত কাজ করি । যত ময়লা সবই পথে এনে ফেলে দিয়ে মনে করি আমার ঘর পরিষ্কার থাকলেই হল, পর্থের লোক পথে চলতে পারল না পারল ভাতে আমার বয়ে শেল । কিন্তু এখনও আমাদের, জ্ঞান হয়নি। পথের ময়লা পথচারীর পায়ে করে যখন আমাদের ঘরে আসবে তখন আমরাই যে মরব। নিগ্রোরা সে কথাটা আমাদের * চেয়ে অসভ্য হয়েও আমাদের আগেই বুঝছে বলে তাদের তৈরী পথে কোন রোগ জন্ম নিতে পারে না । গ্রামটি দেখেই দৌড়ে আবার জাহাজে এসে উঠলাম। একটু দৌড়াতেই আমাকে হাঁপাতে হয়েছিল দেখে চিন্তা হল আমি আমার বাকী ভ্রমণ কি করে সমাপ্ত করব ? এদিকে আরবদের প্রাধান্য এবং অত্যাচার হয়েছিল বলে অনেক নিদর্শন পাওয়া যায় । দুর্বলের উপর সবলের অত্যাচার হয়েছে এবং হবেও তা বলে আপসোস করে কোন লাভ নাই । যাতে করে সকলেই সমান হতে পারে তার উপায় নিধারণ ক*ে *াজে লেগে যাওয়াই হল প্রকৃষ্ট উপায় । জাহাজ এর পর সালিমাতে আসন্স এক্সং সালিমাতে যে সকল নিগ্রেী জাহাজে উঠল তাদের দেখে আমার বেশ আনন্দ হল । এরা একটু শিক্ষিত এবং এদের পোষাকও ভাল। এদের সংগে কথা বলেই সারাটা দিন কাটিয়ে দিলাম। প্রাতে ছােট জাহাজখানা পোর্ট জনষ্টনে (Johnston ) এসে লাগল। 준 পাের্ট জ্যািনষ্টন ঠাসা হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত একটি বন্দর। বৃন্দরটি বড়ই সুন্দর। ছােট ছােট জেটি করা হয়েছে তাতে মিষ্টি জলের ঢেউ অনবরত এসে লাগে । হ্রদের জল স্বচ্ছ থাকায় দশ হাত জ্বলের নীচে মাছগুলির চলাফেরাও দেখা যায়। জাহাজখানা