পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S80 অন্ধকারের আফ্রিকা গিয়ে অনেকটা শান্তি পেতাম। মহারাষ্ট্ৰীয়েরা গুজরাতীদের ཤ་ করে না । তার একমাত্র কারণ হ’ল গুজরাতীয় উন্নত অঙ্ক, মহারাষ্ট্ররা অনুন্নত। উন্নত এবং অনুন্নতদের মধ্যে হিংসা লেগেই, আছে। আমি এদের এই ছোট গণ্ডীর বাইরে থাকবার চেষ্টা" क३९छध j ک পর্তুগীজ নিয়মমতে কোনরূপ সভাসমিতি করা। নিষিদ্ধ । আমি কয়েকজন ভারতবাসীকে সভা করতে বলায় কেউ অশ্লাক কথা শুনল না, উপরন্তু আমি যাতে ব্যৱী পরিত্যাগ করে সঁত্বর, চলে যাই তারই জন্য লসম নামের কাছে অনুরোধ করতে লাগল। লসমনীম্ সমাজ বহিস্কৃত লোক ছিলেন। কাজ করতেন। কমট্রেকূটরী, সে জম্বু তিনি অন্যান্য লোকের কথামত কাজ করেন নি, বরং আরও বেশিদিন যাতে ব্যরাতে আমি থাকি তারই জন্য চেষ্টা করতে লাগলেন । আমার শরীর দুর্বল ছিল। আমিও ঠিক করলাম। এত বড় ষ্ট্ৰন্থ এবং দক্ষিণ রড়েশিয়া ভ্রমণ আরম্ভ করার পূর্বে শরীরটা ঠিক করে নেওয়া দরকার । এ দিকেও একা চলা শক্ত হবে, সংগী নেওয়া দরকার হবে, সেজন্য উপযুক্ত সার্থীর সন্ধান করতে হবে। অন্ততপক্ষে এখানে তিন সপ্তাহ থাকা আমার পক্ষে অবশ্য কতৰ্ঘ্য । ব্যরাতে প্রায় তিন সপ্তাঙ্ক &থকে ছিলাম ও তারপর যখন কোন মতেই সংগী পেলাম না। তখন বাধ্য হয়ে ভূস্বৰ্গ রডেসিয়ার ইমৃতলী পর্যন্ত রেলগাড়িতে করেই গিয়েছিলাম । -ر :عون law.

  • st ܗܝ

• • • .& ' ' Š* <