পাতা:আর্য্যাবর্ত্ত (প্রথম বর্ষ).pdf/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"তেয়নিকটে এক খানি দা; বোধ হইল, রক্ত মাখা। শরীর শিহরিয়া উঠিল স্বাহ কষ্টে আহত ব্যক্তিকে পথের উপরে আনিলাম। অঙ্গের যে কোন অংশে হস্তার্পণ করি, ক্ষত। পরিধেয় বস্ত্র ছিন্ন ভিন্ন, শোণিতসিক্ত। মুমূর্ষ। পুনরায় যােচঞা করিল-“জ-ল” ! সেই প্রার্থনার সঙ্গে সঙ্গে তাহার প্রাণস্বায়ু অনন্তে মিশিয়া গেল!

      • পরমুহূর্ত্তেই মৃতের মস্তক আমার ক্রোড়বিচ্যুত হইয়া ভূমিতে লুটাইয়া পড়িল। প্রাণে সহসা বড় আতঙ্ক জন্মিল। পশ্চাতে চাহিয়া দেখি, शूद्र ५धकজন লোক আলোক হন্তে অগ্রসর হইতেছে। কেমন দুর্ব্ববুদ্ধি ঘটিল, বিপদা

. . . . হায়! মুহূর্ত্তের ভুল ! ; অদূরে সাত আট জন লোক লণ্ঠন হস্তে চুটিয়া আসিতেছিল। আমাকে রক্তাক্ত কলেবরে ছুটিতে দেখিয়া ধরিয়া ফেলিল। আমি কিছু বলিবার পূর্বে তাহারা বলিয়া উঠিল “খুন করিয়া পলাও কোথায় ?” আশঙ্কা সত্যে পরিণত আমি বাজাহত পথিকের ন্যায় নীরব হইয়া দাড়াইয়া রহিলাম। আমি যে নিৰ্দোষ-আমি যে আহতের সাহায্য করিতে গিয়াছিলাম, সে কথা। আর

যখন আকস্মিক বিপজ্জনিত কিংকর্ত্তব্যবিমূঢ়তা কিঞ্চিৎ প্রশমিত হইল এবং দেখিলাম, লোকগুলি সকলেই আমার শত্রুর আশ্রিত, প্রতিপালিত এবং অনুগৃহীত, তখন যেন আমার চমক ভাঙ্গিল। আমি বিকৃতকণ্ঠে চীৎকার করিয়া বলিলাম, “আমি নিৰ্দোষ আমাকে ছাড়িয়া দাও।”

. কেহ সে কথায় কর্ণপাত করিল না । ক্রমে আরও লোক জমিল। সকলেরই ধারণা হইল, আমি খুন করিয়া ...পলাইতেছিলাম ; কারণ, যে ব্যক্তি খুন হইয়াছে সে আমার প্রধান জ্ঞাতি শত্রু-সৰ্বস্বপহাৰী 1 । তাহার-পদ্মপুলিশ আসিল। অনায়াসলন্ধ শীকারের চতুর্দিকে প্রমাণের 'বুধ রচিত হইল। জ্ঞাতিবহুল পরিবার-সুতরাং শৃঙ্খলিত ঘটনাপরস্পর