পাতা:আদায়ের ইতিহাস - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ve e আদায়ের গিয়াছে। সংক্ষেপে সায় দিতে গিয়াও পের গলায় আটকাইয়া যাইতেছিল। সব কেমন অবাস্তব, স্বপ্নের মত মনে হইতেছে, অথচ বাস্তবতার অনুভূতির চাপে প্রাণটা তার হাঁস-ফাস করিতেছে। নিজেকে কত বার এই পরিস্থিতিতে ধীর স্থির আত্মপ্রতিষ্ঠ বীরের মত সে কল্পনা করিয়াছে, কুন্তলার কাল্পনিক , আর্তনাদে পর্যন্ত সে বিচলিত হয় নাই, সঙ্কল্পে অটল থাকিয়াছে। কুন্তলাকে সঙ্গে করিয়া বাড়ীতে ঢুকিবার আগে হইতেই যে, তার হৃদয়-মন এমন অবাধ্যপণা আরম্ভ করিবে, কে জানিত । উপরে শিশিরের দাদার শোবার ঘরে সে কুন্তলাকে লইয়া গেল। BBS BDB BBDD SDDDS D DDBLDS BBD SDDDDD S পাশাপাশি বালিশ পাতা । নবপরিণীত স্বামী স্ত্রীর সেই শয্যার দিকে চাহিয়া ত্রিষ্টপ যেন চমকিয়া গেল। কুন্তলার পিছু পিছু সবে সে ঘরের ভিতরে পা দিয়াছিল, হঠাৎ নিঃশব্দে বাহির হইয়া বারান্দায় রেলিং ধরিয়া দাড়াইয়া রহিল। কুন্তলা ঘরের মধ্যে একটা চেয়ারে চুপ করিয়া বসিয়া রহিল। ত্রিষ্টপকে ডাকিল না, কোন প্রশ্নও জিজ্ঞাসা করিল না। কুন্তলার এই নীরবতাই শেষ পর্য্যন্ত ত্রিষ্টপকে ভিতরে টানিয়া আনিল । 'qी अभिालद्र दांgी नश दूठी ।" ਜੇ | কুন্তলা আবার বলিল, “আপনাদের বাড়ী আমি চিনি।” “তবে এলে কেন ?”

  • ङ८ऊ व्व्लका ।।'

ত্রিস্তুপ একটা চেয়ার টানিয়া কুন্তলার মুখোমুখি বসিল। “এ বাড়ীতে কেউ নেই জান ? তবে যে এলে ?”