পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত সিরাজজীবন । Go G মুহুৰ্ত্ত মাঝেতে হায় সকলি অসারসৰ্ব্বাঙ্গে বিদ্যুৎ তার হল প্ৰবাহিত কেমনে জীবন রবে ভাবিল তখন অন্য চিন্তা ত্যজিয়াছে সিরাজের ছুন। () ) ক্ৰমশঃ বাড়িল তার মনের আবেগ কম্পিত অধর “ওষ্ঠে আৰ্ত্ত কণ্ঠে আরসিরাজ বলিল, কেরে মহম্মদী বেগ ? তুমি! তুমি! তুমিই কি শেষে তীক্ষধারঅসি করে আসিয়াছ বধিতে আমায় ? ভবে নিমখারামীর দিতে পরিচয় ? (*) ( R ) “কেন ? কেন ? কেন ? তুমি বলিতে কি পার সুবিস্তৃত জন্মভূমে নিভৃত আলয়ে— 5-9 ऊन उद्र श्लन् उद्भ'অদানেতে অপারগ। ইহারা নিৰ্ভয়ে ? কিছুই চাহি না শুধু চাহিতেছি প্ৰাণভিক্ষা চাই দাও মোরে রাখহ সম্মান ।” (২) যে স্থানে সিরাজের অন্নদাস মহম্মদী বেগ তাহার প্রভুকে হত্যা করিয়াছিল। সে স্বান অন্যাপি নিমখারাম দেউড়ী” নামে অভিহিত হইয়া আসিতেছে।