শিশু ভোলানাথ/সময়হারা

উইকিসংকলন থেকে

সময়হারা

যত ঘণ্টা, যত মিনিট, সময় আছে যত
শেষ যদি হয় চিরকালের মতো,
তখন স্কুলে নেই বা গেলেম; কেউ যদি কয় মন্দ,
আমি বলব, ‘দশটা বাজাই বন্ধ।’
তাধিন তাধিন তাধিন।

শুই নে বলে রাগিস যদি আমি বলব তোরে,
‘রাত না হলে রাত হবে কী করে—
নটা বাজাই থামল যখন কেমন করে শুই?
দেরি বলে নেই তো মা কিচ্ছুই।’
তাধিন তাধিন তাধিন।

যত জনিস রূপকথা, মা, সব যদি যাস ব’লে
রাত হবে না, রাত যাবে না চলে;
সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা,
ফুরোয় না তো গল্প বলার বেলা।
তাধিন তাধিন তাধিন।