পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগৎশেঠ । ートー。 অষ্টম অধ্যায় । , भश्ऊ9ां । আফগান-বিদ্রোহ শান্ত হইলেও মহারাষ্ট্ৰীয়েরা কিন্তু সহজে বাঙ্গলা পরিত্যাগ করে নাই। যদিও আফগানগণের ধ্বংসের পর জনজী নাগপুরাভিমুখে গমন করিয়াছিলেন, কিন্তু মহারাষ্ট্ৰীয়েরা একেবারে বঙ্গরাজ্য হইতে । অপস্থত হয় নাই। মীর হাবিব তাহাদিগের নেতা হইয়া মেদিনীপুর ও উড়িষ্যা । প্রদেশে অবস্থিতি করিতেছিল। রঘুজী ভোসেলা স্বীয় কনিষ্ঠ পুত্র বিশ্বজীকে : অনেকগুলি সেনাসহ মীর হাবিবের সহিত যোগদানের জন্য পাঠাইয়া দেন। ; আলিবর্দী খাঁ কিছুকাল মুর্শিদাবাদে শান্ত ভাবে অবস্থিতি করিবেন মনে । করিয়াছিলেন। কিন্তু পুনর্বার মহারাষ্ট্ৰীয়দিগের উৎপাতে ব্যাকুল হইয়া। তাহাকে মুর্শিদাবাদ পরিত্যাগ করিতে হয়। তিনি কাটােয়ায় উপস্থিত হইয়া! কয়েক দিন শিবির সন্নিবেশ করিয়া অবস্থিতি করেন। ইতিপূর্বে ङिनि একদল সেনা বৰ্দ্ধমানে প্রেরণ করিয়াছিলেন। ক্রমে তিনি মেদিনীপুরেরঃ অভিমুখে অগ্রসর হন। মীর হাবিব তথায় শিবির সন্নিবেশ করিয়া অবস্থিতি । করিতেছিল। মীর হাবিব নবাবের আগমন অবগত হইয়া তথা হইতে প্ৰস্থান করে ও একটি দুৰ্গম জঙ্গলময় স্থানে শিবির সন্নিবেশ করে। নবাব এক দল সৈন্য তাঁহাদের বিরুদ্ধে প্রেরণ করিলে, তাহাদের সহিত মহারাষ্ট্ৰীয়দিগের সংঘর্ষ উপস্থিত হয়। মহারাষ্ট্রয়েরা পরাজিত হইয়া কটক অভিমুখে পলায়ন করে, এবং নবাবও তাহদের পশ্চাদ্ধাবন করেন। নবাব কটকের নিকট উপস্থিত হইলে মহারাষ্ট্ৰীয়েরা বনে জঙ্গলে আশ্ৰয় গ্ৰহণ করে। নবাব তাহ