পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেখকের এক দিনের স্মৃতি । সমাধি-কাননে-সিরাজ । আলিবর্দী নবাবের কীৰ্ত্তির নিশান বিখ্যাত শ্মশানভূমি “খােসবাগ” হয়। কলম্বন প্রবাহিনী, ত্ৰিতাপহারিণী, কলুষ নাশিনী মৰ্ত্তে মাতা ভাগীরথী চলিতেছে দ্রুতপদে পূৰ্ব্বেতে যাহার, প্ৰশান্ত চরণতল করিয়া চুম্বন!— জাগায়ে প্রাচীন স্মৃতি ভাবুকের মনে ! এখনো দাড়ায়ে আছে অচল অটল বাঙ্গলার রাজধানী ছিল কোন দিন মুর্শিদাবাদ-এই বিজ্ঞাপন তারে । নিরখিলে যার পানে শান্তিবারিকণা ৷ বরষে নীরবে ধীরে শান্তিহীনমনে বিজড়িত, তার সনে সিরাজের নাম । অনল প্ৰবাহ নাহি বহে সে শ্মশানে অহরহঃ প্ৰকৃতির প্ৰিয়নিকেতন । চাহিলে কাননাপানে চিন্তারিত চিতে, মানবের মনে হয়। বৈরাগ্য সঞ্চার ! কত কথা মনে পড়ে আপনা হইতে যবনের অত্যাচার অবিচার গাথা নবাবের প্রতিকুলে যত ষড়যন্ত্র পলাশীর যুদ্ধগাথা বিষাদ কাহিনী । অবশেষে দুর্ভাগ্যের বিনাশ ব্যাপার।