পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দারা শেকোর “সির-উল-আসূরার” । Ridd তাহাকে গোয়ালিয়ারে বন্দী করিয়া পাঠান হইল। আর, দারার জ্যেষ্ঠ পুত্ৰ সোলেমান শেকো কিছু কালের জন্য শ্ৰীনগরে আশ্রয় গ্ৰহণ করেন। কিন্তু, পরে, ১৬৭০ খৃষ্টাব্দে তত্ৰত্য রাজকর্তৃক ঔরঙ্গজেবের কৰ্ম্মচারীদিগের হস্তে সমর্পিত হন। তাহারা তাহাকে দিল্লীতে পাঠাইয়া দেয় । ইনি ও ঔরঙ্গজেব-কর্তৃক গোয়ালিয়রে প্রেরিত হ’ন । কিন্তু, তথায় দুই ভ্ৰাতাই অল্পকাল মধ্যে কালকবলিত হয় । 帝 আমরা পুর্বেই বলিয়াছি দারা শেকো পিতার অতিশয় প্ৰিয় পাত্র ছিলেন । ইহার কারণ, শাহ জহঁ। যে কেবল পুত্রের সারল্য, সাহস, তীক্ষুবুদ্ধিমত্তাতে বিমুগ্ধ হইয়াছিলেন তাহা নহে, দারায় আর একটা গুণ তাঁহাকে বড়ই চমৎকৃত ও মোহিত করিয়াছিল। সেটা তাহার বিদ্যানুরাগ ও ধৰ্ম্মানুরক্তি । দারা, জ্ঞান-লাভের জন্য যেমন আরবী, পারসী ও সংস্কৃত ভাষায় বিশেষ বুৎপন্ন হইয়াছিলেন, হৃদয়ের পবিত্ৰতা লাভের জন্য ও তেমনই হিন্দু, মুসলমান ও খৃষ্টান ধৰ্ম্মের যথেষ্ট আলোচনা করিতেন । এই উদার ভাবের মধ্য দিয়া দেখিলে তিনি যে সমগ্ৰ মোগল সম্রাটগণের শীর্ষ স্থানীয়, এ কথা বলিতে হয়। দারা শেকো পারসী ভাষায় নিম্নলিখিত ৫খানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। তাহাদের। নাম ও রচনা কাল নিম্নে প্ৰদত্ত হইল । • 1 नश्नि९-७ल-अठदिशा (So8० श्8ि) २ । लकिन९-खेल-अछविश्वा (S०९ २ श्8ि) ७ । भयभ-टल-दशुद्धन (२०७6 ईि3) ৪ । সির-উল-অসূরার (১০৬৭ হিঃ।) & * বাবা লাল দাস ( ? ) এক্ষণে, আমরা উক্ত ৫খানি গ্রন্থের মধ্যে “সির-উল-আসরার” নামক গ্রন্থের কিঞ্চিৎ আলোচনায় প্ৰবৃত্ত হইব । “সির-উল-আসরার” বা গুঢ় রহস্য। এখানি চতুৰ্ব্বেদের উপনিষৎগুলির BDBDD SS DBDBDDYiDBD DDDB BDB S SBDBDD BBBDBBD DBBBDD যে হিঃ ১০৫০ তাহার কাশ্মীর প্রদেশে অবস্থানকালে, তিনি “মোল্লা শাহী”