পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R do ঐতিহাসিক চিত্ৰ । মহল” ও “অলিয়া বেগম” নামে খ্যাত। ১৬৩৩ शृंङ्छेप्का (७०8७ शिः), प्रांद्व ২০ বৎসর বয়ঃক্রম কালে স্বীয় পিতৃব্য-কন্যা নাদিরার সহিত তঁহার বিবাহ হয় জহঁাসীরের দ্বিতীয় পুত্র সুলতান পারবেজ-কন্যা এই নাদিরার গর্ভে দারার দুই পুত্র জন্মে । ইহাদের নাম “সোলেমান শোকো” ও “সিপাহীর শেকো” । ১৬৫২ খৃষ্টাব্দে ঔরঙ্গজেব কান্দাহার-অবরোধে বিফল-মনোরথ হইয়া ফিরিয়া আসিলে দারা স্বেচ্ছায় পিত্রাদেশ লইয়া পুনরায় কান্দাহার অবরোধ করিতে যান। পরে অবরোধে ৫ মাস অতীত হইল দেখিয়া তিনিও অবরোধ উঠাইয়া ফিরিয় আসেন । যাহা হউক, এই অবরোপে দারা বীরত্বের যথেষ্ট পরিচয় দিয়া ছিলেন। ১৬৫৩ খৃষ্টাব্দের মধ্য ভাগে শাহজাহঁ৷ এক মহৎ উৎসব করেন। এ উৎসবে, র্তাহার প্রিয় পুত্র দারা শেকোকে প্রচুর অর্থ ও একটী বহুমূল্য পরি চ্ছদের সহিত (“শাহাবুলেন্দ ইকবার দারা শোকো”) উপাধি দান করিয়া তাহাবে তিনি বিশেষ সন্মানিত করিয়াছিলেন । অতঃপর, ১৬৫৮ খৃষ্টাব্দে শাহজাহঁা: পীড়িতাবস্থায় রাজসিংহাসন লইয়া দারা ও ঔরঙ্গজেব আলমগিারে তুমুল সংগ্ৰা: উপস্থিত হয়। এই যুদ্ধে দারা পরাভূত হইয়া সিন্ধু দেশাভিমুখে পলায়ন করেন। তথায় তিনি সিন্ধু দেশাধিপতি-কর্তৃক ধৃত হ’ন। অপিচ, হাওদা শূন্য একটি হস্তি পৃষ্ঠে শৃঙ্খলাবদ্ধাবস্থায় স্থাপিত হইয়া ঔরঙ্গজেব সমীপে আনীত হ’ন। এরূৰ্ণ দীনাবস্থায় তাহাকে সহরের প্রধান প্ৰধান স্থানে ঘুরাইয়া বেড়ান হইয়াছিল পরে প্রাচীন দিল্লীস্থ খিজিরাবাদ নামক স্থানের একটা কারাগারে তঁহাবে কিছু দিন আবদ্ধ করিয়া রাখা হয়। এই ভীষণ কারাগারে ১০৬৯ হিজরা ২১ জিলহি।জায় অর্থাৎ ২৯শে আগষ্ট ১৬৫৯ খৃষ্টাব্দে ঔরঙ্গজেবের অনুমন্ত্যনুসারে দারা শেকোর শিরশেছদ হয় । এ ব্যাপার রাত্ৰিযোগে সজঘটিত হয় । পরদি প্ৰাতঃকালে তাহার শিরঃশূন্য-কলেবর হস্তীর পৃষ্ঠে তুলিয়া জন-সাধারণে প্রদর্শি হয় । অনন্তর, হতভাগ্য দারা শেকের ছিন্নশিরঃ সম্রাটের নিকট আনীত হইল তিনি তাদর্শনে যার পর নাই শোক প্রকাশ-পূর্বক রোদন করিতে লাগিলেন অবশেষে তিনি দারার সশরীর মন্তক হুমায়ুনের কবরে সমাহিত করিতে আদৌ করিলেন। এদিকে, সিপািহর শেকো যিনি পিতৃসহ বন্দীকৃত হইয়াছিলো