পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 ঐতিহাসিক চিত্ৰ । প্ৰত্যেকের রাজত্বের বৎসর, মাস ও দিনের সংখ্যা লিখিত আছে। দিল্লীর ৭৩ জন, ও পাটনার ৪২ জন * হিন্দু রাজার বিষয় ফর্দে উল্লেখ আছে এবং কোন বংশের পর, কে কাহার পর রাজ্য পান, তাহাও সংক্ষেপে লেখা আছে। প্রথমোক্ত দিল্লীর ৭৩ জন রাজা ৩২৯৪ বৎসর ও পাটনার ৪২ জন রাজা ৩০০ বৎসর, একুনে ১১৫ জন হিন্দু রাজার প্রায় সাড়ে তিন হাজার বৎসরের ? অধিককাল ভারত শাসনের বিষয় লিখিত আছে । আমাদের ফৰ্দের হিন্দুর শেষ রাজা দক্ষিণ পাল । ফদে লিখিত আছে, “হরেক বাদ সবগ সুলতাব্দী বান্দস রাজা দক্ষিণপালকে মারিয়া তক্ত লাইলেন । সুলতাব্দী হইতে আমদসহ পৰ্যন্ত ৫৪ জন মুসলমান বাদসহ ১১৫৫ বৎসর, ৩ মাস ৭ দিন দিল্লীতে রাজত্ব করেন । সর্বশেষে লিখিত আছে “মাহাম্মদ সাহি সন ১১৫৫৷৷ ৩ বৈশাখ । তন্নিামে বৰ্ত্তমান আমদসহ ১১৫৫ ৷৷ ৪ বৈশাখ )। তৎপর সুবা, সরকার, KJBK S0L YDD DDB DJT S ১৮১০ ইংরাজী সালে লিখিত ৬ মৃত্যুঞ্জয় শৰ্ম্ম কৃত রাজাবলী গ্রন্থের সহিত সর্দোক্ত বিষয়ের অনেকাংশ বেশ মিল দেখা যায় । কথিত পীঢ়িী দর পীড়ীর সহিত ও কোন কোন অংশে মিল আছে । আমাদের ফর্দের বয়স প্ৰায় দেড় শ বৎসরের ও অধিক, রাজাবলীর বয়স কিছু কম এক শত বৎসর। এমন অনেক নাম ও রাজত্বকালের বিবরণ দেখিয়াছি যে, তাহা কেবল আমাদের ফৰ্দে ও রাজাবলীতে আছে, আর কোন গ্রন্থে নাই । এই সকল দেখিয়া মনে হয়, এই সকল গ্রন্থোক্ত বিবরণ সকল কোন লুপ্তপ্রায় একই মূল গ্ৰন্থ হইতে গৃহীত বলা বাহুল্য আমাদের ফর্দেষ্ট পূর্বে গৃহীত তৎপর “দশনকলে আসল নষ্ট’ የም বলিয়া যে প্ৰবাদ আছে, রাজাবলী প্ৰভৃতিতে তাহাই বোধ হয় বৰ্ত্তিয়াছে । তুলনা দ্বারা অযথা প্ৰবন্ধ বৰ্দ্ধিত হয় বণিয়া সে বিষয় বিরত হওয়া গেল। অনুসন্ধিৎসু মহাত্মাগণ আমাদের ফর্দের সািহত উল্লিখিত গ্রন্থগুলি তুলনা করিলে সকল বিষয় বুঝিতে পরিবেন । নিম্নে ফৰ্দটীর নকল প্ৰদত্ত হইল । শ্ৰীহরিগোপাল দাসকুণ্ডু। * eई 8२ अन। ब्रांड १ibन!ड थiकिग्रांई দিল্পী শাসন করিতেন। "