পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R9 R ঐতিহাসিক চিত্ৰ । বিষয়েও সন্দেহ নাই । এরূপ ঘূণিত ভাবে অপমানের প্ৰতিশোধ ল ওয় র্তাহার পক্ষে উচিত হয় নাই | প্ৰভুদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা তঁহাকেও স্পর্শ করিয়াছিল, পরিণামে তিনি ইহার জন্য প্ৰায়শ্চিত্ত করিয়াছিলেন গিরিয়ার যুদ্ধে তাহার দক্ষিণ হস্তে একটি গুলি বিদ্ধ হওয়ায় তিনি মৃত ‘ অৰ্দ্ধমৃত অবস্থায় গৃহে আনীত হন । তথায় সংজ্ঞা লাভ করিয়া এই ঘটনার জন্য এতদূর অনুতপ্ত, লজ্জিত ও অশান্ত হইয়াছিলেন যে আত্মহত্যা সম্পাদন করিয়া ৫। শান্তি লাভ করিতে সক্ষম হন । ফলতঃ সরফরাজের বিরুদ্ধে ঃে ষড়যন্ত্র হইয়াছিল, তাহা যে সৰ্ব্বথা নিন্দনীয় সে বিষয়ে সন্দেহ নাই ! এঃ ষড়যন্ত্র অপেক্ষা আর ৎ একটি ঘুণিত ও ভয়াবহ ষড়যন্ত্র মুর্শিদাবাদে সংঘটিত হইয়াছিল । গিরিয়া যুদ্ধের ন্যায় তাহার ৪ বিষময় ফল-পলাশীর যুদ্ধ। যথাস্থানে তাহা আলোচিত হইবে । প্ৰাচীন ঐতিহাসিক ফর্দ প্ৰায় সাত আট বৎসর পূর্বে আমার পাঠ্যাবস্থায়, এক দিন আমি আমা দের দপ্তরখানা’-স্থিত প্ৰাচীন হস্ত লিখিত পুথি সমূহ দেখতে দেখিতে হঠাৎ কয়েক খানি অতি প্ৰাচীন ( ১৬২ বৎসর পুৰ্ব্বে লিখিত ) ফর্দের প্রতি আমার দৃষ্টি নিপতিত হয়। কিছু পাঠ করিয়া বুঝতে পারিলাম উহা একটা ঐতিহাসিব ফর্দ । উহাতে রাজা বাদ্যসাহিন্দিগের নাম ও রাজত্বের সময়ের সংখ্যা লিখিত আছে । কিন্তু ফর্দ মধ্যস্থ অশ্রুতপূৰ্ব্ব নামগুলি দেখিয়া বিস্মিত ও কৌতুহলা বিষ্ট হইলাম। কিছুই স্থির করিতে না পারিয়া উহা অতিযত্নে পৃথক রাখিলাম ও বন্ধু বান্ধবগণকে দেখাইয়া যথেষ্ট আমোদ উপভোগ করিতে লাগিলাম

  • তারিখ বাঙ্গালা ও রিয়াজুস সালাতিনে লিখিত আছে যে, আমলচাদ হীরা চুবিয়

প্ৰাণত্যাগ করেন। কিন্তু রাসায়নিকদিগের মতে হীরক বিষাক্ত নহে। তবে মূল্যবান কোন কো প্ৰস্তুর বিষাক্ত বলিয়া শুনা যায় । 歌