পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

西分<乙州坊1 RVt গমন করেন । পরিচ্ছিাত জঙ্গলের মধ্যে একটী বালক কুড়াইয়া পান । তিনি বালককে প্ৰাসাদে আনায়ন করতঃ বিজহি নামকরণ করিয়া দত্তকরূপে গ্ৰহণ করিয়াছিলেন । ১৮৯৩ সালের ৩রা মাঘে ( ১৮৩৯ খৃষ্টাব্দে ) রাজার মৃত্যু হইলে এই দত্তক পুত্ৰ সিংহাসনে প্রতিষ্ঠিত হন । বিজহি বাহাদুরকে দারোহিত্যে ও সিন্ধিয়ার বিরুদ্ধে সামরাঙ্গনে অবতীর্ণ হইতে হয় । কিন্তু শীঘ্রই তিনি উন্মাদরোগগ্ৰস্ত হন এবং ১৯১৪ সালের ৮ই কার্ভুিক তারিখে ( অক্টোবর, ১৮৫৭ খৃষ্টাব্দে ) ইহুধাম পরিত্যাগ করেন । দে 2য়ান মহেশ্বরণ সিংহের পুত্ৰ ভগবান সিংহ রাজার দত্তক নিৰ্ব্বাচিত হইয়া ৩রা আগ্রহায়ণ তারিখে ( ডিসেম্বর মাস ) সিংহাসনে আরোহণ করেন । বৰ্ত্তমান সময়ে ইনিই সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন এবং বুটশরাজের নিকট হইতে লোকেন্দ্ৰ মহারাজ উপাধিতে সম্মানিত হইয়াছেন । আগামী কোন বারে পাঠক গণকে চানেদারি রাজ্যের ইতিহাস শুনাইবার বাসনা থাকিল । শ্ৰীব্রজসুন্দর সান্নাল | জগৎশেঠ পঞ্চম অধ্যায় । श्करङ5ा । হাজী আহম্মদ, আলিবর্দী ও তদ্বংশীয়েরা সুজাউদ্দীনের মৃত্যুর পর হইতে ধীরে ধীরে সরফরাজের বিরুদ্ধে যে এক ষড়যন্ত্রের আয়োজন করিতেছিলেন, তাহা পুর্বে উক্ত হইয়াছে । জগৎশেঠ বৰ্তা তাদের সহিত যোগদান করেন । নবাব সরফরাজের সহিত আলিবর্দী বা হাজী আহম্মদের এতদিনে কোন প্ৰকাশ্য গোয়ালিয়ারে ঐ নামের একটি প্রধান পরগণা । জালাউন হইতে ৩০ মাইল ।