পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ তাহার নাম ইন্দ্ৰজিৎ । ाङिझा-झाछा । res নামকরণ করেন । ইহার বিংশ বর্ষ পর তঁহার আর একটী পুত্র হয়ইন্দ্ৰজিতের জন্মের ঠিকাজপত্ৰ দিল্লীতে রামসিংহের নিকট প্রেরিত হইলে তিনি গণনা করিয়া দেখেন যে, এই বৎসরের মধ্যেই বালকের সমস্ত পূৰ্বপুরুষগণের মৃত্যু হইবে । কিন্তু বালক অতিশয় ধাৰ্ম্মিক ইষ্টলেন এবং কালে উন্নতির চরম সীমায় উপনীত হইবেন । রামচন্দ্ৰ এই ঠিকুজিখানি বিশ্বাস না করিয়া অগ্নিতে আহুতি প্ৰস্থান করেন । । কিন্তু শীঘ্রই দুৰ্ভাগ্য দেখা দিতে আরম্ভ করিল । তিস্থার অনতিকাল পরে সম্রাট মোহাম্মদ শাহ * কর্তৃক ভগবান রাও খিচ্চিকে ( Khichhi) পরাজিত করিতে আদিষ্ট হন । রামচন্দ্ৰ ১০৮টী গাভী এবং এক মণি স্বর্ণ ব্ৰাহ্মণগণের মধ্যে বিতরণ করিয়া সম্রাটের আজ্ঞানুবর্তি হইলেন । তৎকালে তঁহার বয়স ৯৫ বৎসর হইয়াছিল। কিন্তু তৎসত্ত্বে ? তিনি অস্ত্ৰ বৰ্ম্মে সজ্জিত হইয়া যুবকের স্থায় যুদ্ধ করিতে পারিতেন । কোরাজাহানাবাদে যুদ্ধ সংঘটিত হয় । যুদ্ধারস্তের অব্যবহিত পূৰ্ব্বে দাতিয়া হইতে সাত স্থাজার পদাতিক সৈন্য আসিয়া তঁহার সৈন্যবল বৃদ্ধি করে । তিনি গাজীপৃষ্ঠে থাকিয়া যুদ্ধ করিতে থাকেন এবং যুদ্ধক্ষেত্র হইতে শত্রুদিগকে "ভাড়াইয়া দুর্গের দ্বার পর্যন্ত লইয়া যান । বিধির লিপি অখণ্ডনীয়, অবশেষে, শত্রুপক্ষের একটা গুলি আসিয়া তাহার মন্তকে লাগে, তাহাতেই তিনি হা গুদার উপরেই পঞ্চ ত্বপ্রাপ্ত হন । তঁহার পাশ্বে একজন সাহসী এবং প্ৰত্যুৎপন্নমতশালী ঠাকুর উপবিষ্ট ছিলেন, তিনি তৎক্ষণাৎ }াঠের শিরস্ত্ৰাণ পরিধান করতঃ সৈন্যগণকে অগ্রসর হইতে আদেশ করিলেন । সৈন্যবুহ শত্ৰু-দুর্গ আক্রমণ করতঃ ঠাকুরের মস্তকোপরি বিজয়-পতাকা উডডীন করে, ভগবান রাও মুষ্টিমেয় সৈন্যসহকারে পলায়নপর হন । বিজয়লাভের |ার সম্রাট সৈন্য স্মৃতের সৎকার করিয়া দিল্লীতে প্ৰত্যাবৰ্ত্তন করিল । বাহাদুর "াঙ্গ প্ৰবীণ বীরের পরলোকগমনে অত্যন্ত দুঃখ প্ৰকাশ করেন এবং খেলাৎ ও পুরস্কার প্রদানের নিমিত্ত রাম সিংহের পুত্ৰকে আহবান করেন ; কিন্তু পুত্ৰ ‘ৎকালে পীড়িত থাকায় সম্রাট সদনে উপস্থিত হঠাতে অক্ষম হন । দুই বৎস a Sa)-- bo