পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R r ঐতিহাসিক চিত্ৰ । প্ৰাচীন লোকমুখে ও নানা ধ্বংসাবশেষ ‘০ প্ৰস্তরফলকাদি হইতেও উপকরণ স* গ্ৰহ করিয়াছেন । দেওয়ান বাহাদুরের এই হিন্দী ইতিহাস খানার ইংরেজী অনুবাদ গত ১৯০২ সালের এসিয়াটিক সোসায়িটাের পত্রিকায় History of Western Bundelkhand • T • foi 3t f: C. A. Silberrad (2jzio করিয়াছেন । আমি উক্ত প্ৰবন্ধ হইতে আদা “ঐতিহাসিক চিত্রের’ পাঠকগণকে দাতিয়া রাজ্যের বিবরণ পিজ্ঞাপিত করিতেছি । দেওয়ান বাহাদুর স্বকীয় ইতিহাসে নিম্নলিখিত গ্ৰন্থ গুলির সাহায্য লইয়াছেন ;-ভারতবর্ষের ইতিহাস ( হিন্দী ), বিষ্ণুপুরাণ ( হিন্দী), কাইপারিয়া ( হিন্দী ), ভারসিংহ-চরিত্র ( হিন্দী ), ছত্ৰ প্ৰকাশ ( হিন্দী), বুন্দেল-চরিত্র ( fs ft ) ; Geography of the Centrai Provinces ; Tg2 R5f763 উর্দু ইতিহাস ; ০য়াকিয়ট-ই বুন্দেল (5%), Imperial Gazetteer of Bundelkhand. দে ০য়ান বাহাদুরের ইতিহাস দুই ভাগে বিভক্ত,- ইতিহাস ০ ভূগোল। ভারতের অধিকাংশ লোক হিন্দী জানেন ? বুঝিতে পারেন, এঃ, জন্যই ; তান এঈ ‘: স্থা ! eনদী, ৩ লিপিবদ্ধ করিয়াছেন । ১৬২৫ সালে বীরসিংহ দেব Orchhaার সিংহাসনে জুজহর সিংহকে প্রতিষ্ঠিত করেন এপং তাহার অবশিষ্ট দশ ৩নয়ের প্রত্যেককে এক লক্ষ টাকার জায়গীর প্ৰদান করেন । এই সময় ভগবান রা"2 ০ তাহার দুই পুত্ৰ, পিতা বীরসিংহ দেবের প্রতিনিধিস্বরূপ সমাট ঔরঙ্গজেবের দরবারে ছিলেন । তাহার অপর দুই পুত্ৰ-ধৰ্ম্মাঙ্গদ এবং শখাৎসিংহ Orchhাতেই অবস্থান করিতেছিলেন । বীর সিংহ দেব ভগপান রাও এর অংশের তালিকা তদীয় পুত্ৰ ধৰ্ম্মঙ্গদের হস্তে অর্পণ করেন । ধৰ্ম্মঙ্গদ আতিশয় সাহসী পল সুনিপুণ রণবীর ছিলেন । কথিত আছে, একদা তিনি সন্তরণ দ্বারা একটা নদী উত্তীর্ণ হইবামাত্ৰ সন্মুখে, একটী ব্যাস্ত্ৰ দেখিতে পান। তিনি তৎক্ষণাৎ একটা মাত্র মুষ্টাঘাতে তাহাকে পশু জীবন হইতে চিরবিমুক্ত করিয়া দেন । ধৰ্ম্মঙ্গদ ঐ তালিকা প্ৰাপ্তিমাত্ৰ পালোয়াতে গমন করতঃ সুন্দরীরূপে দেশ শাসন করতে থাকেন । হারাদেব এবং তঁহার নয় সহোদরও স্ব স্ব জায়গীর অধিকার করেন । ভগবান রাও এই সংবাদ